পৃথিবীর সবচেয়ে সুন্দর ১২ টি ফুলের নাম

আমাদের পৃথিবীতে অনেক বিভিন্ন ধরনের ফুল রয়েছে । তবে কিছু কিছু ফুল রয়েছে যেগুলি অনেক সুন্দর হয়ে থাকে। তাই আজকে আমরা আলোচনা করব পৃথিবীর সবচেয়ে সুন্দর বারটি ফুলের নাম সম্পর্কে। যে ভুলগুলি আপনি একবার দেখলে লোভ সামলাতে পারবেন না। 

পৃথিবীর সবচেয়ে সুন্দর ১২ টি ফুলের নাম

এ ফুলগুলি এতটাই সুন্দর হয়ে থাকে যা বলার মত নয়। তাই চলুন জেনে নেওয়া যাক এই ধরনের অজানা ফুলের নাম ও পৃথিবীর সবচেয়ে সুন্দর বারটি ফুল সম্পর্কে। আপনি যদি একজন ফুল প্রেমি হয়ে থাকেন অবশ্যই আজকের এই আর এল টি শেষ পর্যন্ত পড়বেন।

পৃথিবীর সবচেয়ে সুন্দর ১২ টি ফুলের নাম

অনেক ফুল প্রেমি রয়েছে যারা ফুলকে অনেক বেশি পছন্দ করে। ব্যক্তিগতভাবে আমিও ফুল অনেক বেশি পছন্দ করি। ফুল পছন্দ করে বলে এর ফুল সম্পর্কে লিখতে অনেক বেশি পছন্দ করি। আপনাদের সঙ্গে এমন বারোটি ফুলের নাম সম্পর্কে আলোচনা করব যেগুলি আপনি এর আগে শুনেছেন হয়তো কিন্তু এত সুন্দর করে শুনেননি। 

আরো পড়ুনঃ ১২ মাসি ফুলের নাম

এই ফুলগুলি দেখে এত সুন্দর হয়ে থাকে যেগুলো আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। চলুন তাহলে আজকে মেইন বিষয়টি জেনে নেওয়া যাক। পৃথিবীর সবচেয়ে সুন্দর বারোটি ফুলের নাম 

গোলাপ ফুল

১) গোলাপ ফুল ঃ প্রথমে আমরা এই পরিচিত ফলটি দিয়ে শুরু করি। এই গোলাপ ফুল চিনে না বা দেখেনি এমন কেউ নেই। এই ভুলটি দেখতে যেমন সুন্দর ঠিক এই ফুলের কদর ও তত বেশি রয়েছে। এই ফুলটি ব্যবহার করার বিশেষ একটি দিন রয়েছে। যেদিনে এই ফুলের ডিমান্ড অনেক বেশি বেড়ে যায়। ফেব্রুয়ারি মাস আসলেই এই ফুল অনেক বেশি বিক্রি হতে দেখা যায়।

অনেক প্রেমিক-প্রেমিকারা ফুল দিয়েই প্রপোজ করতে পছন্দ করে। এই জন্য এই ফুলের কদর এতটা বেশি দেখা যায়। তাই অবশ্যই আপনিও জানেন এই ফুলের কদর কেন এত বেশি এবং এই ফুলটি দেখতেও অনেক সুন্দর। এই জন্য এই ফুলটি অনেক বেশি ব্যবহৃত হয়।

ডালিয়া ফুল

২) ডালিয়া ফুলঃ এই ফুলটির সৌন্দর্য এতটি রয়েছে যা আপনাদের সঙ্গে বলে প্রকাশ করার মতো নয়।ডালিয়া ফুলঃ এই ফুলটির সৌন্দর্য এতটি রয়েছে যা আপনাদের সঙ্গে বলে প্রকাশ করার মতো নয়।এই ফুলটি অনেকটাই চাপা ফুলের মত। এবং একটি পাপের সঙ্গে আরেকটি পাবে জোড়া লাগা মধ্যে দিয়ে ছোট্ট ছোট্ট ফুটো।

আরো পড়ুনঃ চলুন জেনে নেওয়া যাক ১০০+ ফুলের নাম

এবং এটির রং প্রায় দুই তিন রকমের হয়ে থাকে একসঙ্গে একটি ফোনের মধ্যেই হলুদ তার ওপর একটু গারো তার উপরে একটি গারো একদম উপরে পিং কালার হয়ে থাকে। এই জন্য এই ফুলটি দেখে আরো অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয় মনে হয়।

চন্দ্রমল্লিকা

 ৩) চন্দ্রমল্লিকাঃ এই ফুলটিরও অনেক বেশি কদর ও মান রয়েছে। এর কারণ হচ্ছে এই ফুলটি দেখতে অনেক সুন্দর ও আকর্ষণীয় হয়ে থাকে। এ ফুলটি সাধারণত অনেক বড় হয়ে থাকে। এবং এর ফুলের পাপড়ি গুলো লম্বা লম্বা শিরের মত হয়ে থাকে।

এর ফুলটিও সে ডালিয়া ফুলের মত কিছুটা দুই তিন রংয়ের হয়ে থাকে একটি ফুলের মধ্যেই। কিন্তু রংয়ের সরাসরি যেমন এটি প্রথমে শুরু হয় বেগুনি তারপরে হালকা বেগুনি এরপরে আস্তে আস্তে হলুদ হয়ে যায়। এভাবেই ফুলটির রং সাজানো হয়েছে তাই এর ফুলটি দেখতে অনেক সুন্দর লাগে।

বাগান বিলাস

 ৪) বাগান বিলাসঃ ফুলটির যেমন নামটি  সুন্দর ঠিক ফুলটিও তেমন সুন্দর। এ ফুলের নাম বাগান বিলাস রাখা হয়েছে এর কারণ হলো এই  ফুলটি বাগানে অনেক সুন্দরভাবে সৌন্দর্য ছড়াতে পারে। শুধু যে এই ফুল বাগানে সৌন্দর্য ছড়ায় তাই নয় বরং পুরো বাড়িতে এর সৌন্দর্য সরিয়ে দিতে পারে। এই ফলটি সাধারণত লতার মতো হয়ে থাকে আর এই ফুলের পাখিগুলো দূর থেকে দেখে একদম কচি পাতার মতো মনে হয়।

আর এই ফুলের পাতাগুলো সাধারণত গাছের পাতার মতোই হয়ে থাকে। কিন্তু এগুলি লাল বর্ণের হয়ে থাকে। এছাড়া দূর থেকে মনে হবে এই পাতাগুলো প্লাস্টিকের। এই জন্য এই ফুলের কদর এতটা বেশি। আর এই ফুল একদম গাছের গুড়া থেকে শুরু করে শেষ অব্দি পর্যন্ত ধরে।

অর্কিড ফুল

৫) অর্কিড ফুলঃ এই অর্কিড ফুল অন্যান্য ফুলের থেকেও কম নয়। অন্যান্য ফুলের মত এই ফুলেরও বিশেষত্ব রয়েছে,। কলার কান যেমন হয় একদম লম্বা ঠিক তেমন এই ফুলেরও কাইন্ড হয়। এ ফুলের কানগুলো লম্বা হয়ে থাকে এবং প্রত্যেকটি লম্বা লম্বা ফুলের টানে অনেক বেশি ফুল ধরে থাকে। এইফুলটি সাধারণত হলুদ হয়ে থাকে এবং ফুলের মধ্যে লাল পাপড়ি বসানো থাকে। তবে এই ফুলের আকর্ষণ হল এর ফুলটি অনেক বড় লম্বা হয়ে তার মধ্যে একটা একটা হয়ে থাকে।

লাভ ফুল

৬) লাভ ফুলঃ এই ফুলটির নাম  লাভ ফুল রাখা হয়েছে এর কারণ হলো এ ফুলটি দেখতে প্রায় লাভের মতোই হয়ে থাকে। এবং এ ফুলটি যেমন লাভের মতো দেখতে ঠিক তেমন এবং প্রিয় লাভের মতই হয়ে থাকে। এর ফুলটির রং লাল বা গোলাপি রঙের হয়। ফুলটি দেখতে অনেক বেশি সুন্দর  লাগে। এই ফোনটি দেখে মনে হয় কেউ  লাভ বানিয়ে গাছের সঙ্গে টাঙ্গিয়ে দেখেছে ঠিক এমন দেখতে মনে। এই ফুলের গন্ধ অনেক সুন্দর হয়ে থাকে। এই জন্য এই ফুলের কদর ও এ ফুলের ভালোবাসা এতটা বেশি।

 শাপলা ফুল

 ৭) শাপলা ফুলঃ  এই শাপলা ফুলকে আমরা সাধারণত আমাদের জাতীয় ফুল হিসেবে গণ্য করে থাকে। আমরা সকলেই জানি শাপলা ফুল আমাদের জাতীয় ফুল। এই ফুলটির জাতীয় ফুল করা হয়েছে কারণ এই ফুলটি দেখতে অনেক সুন্দর ও এ ফুলের বিশেষত্ব অনেক ভালো। এই ফুলটি সাধারণত পুকুরে বা অনেক খাল মিলে জন্ম নেয়। এই ফুলটি দেখতে সাদা গোলাপি ও হলুদ রঙের হয়ে থাকে। এই ফুলের ডগাও অনেক সময় কিনে পাওয়া যায়।

এবং এই ফুলের ডগা অনেক মানুষ রান্না করেও খায়। এছাড়াও এই  ফুল থেকে যে ফল পাওয়া যায় সেটি হল ভ্যাট। আর বিভিন্ন পুজো বা অনুষ্ঠানে এর ভ্যাটের বিভিন্ন ধরনের খই পাওয়া যায়। আর এই কই গুলো খেতে অনেক সুন্দর ও সুস্বাদু মনে হয। এছাড়াও এই ফুলটি যখন ফুটে তখন দেখতে অনেক সুন্দর লাগে। এজন্য এই ফুলেরও কদর এতটা বেশি রয়েছে। সর্বশেষ কথা এই ভুল আমাদের জাতীয় ফুল।

পদ্মা ফুল

৮) পদ্মা ফুলঃ  এই পদ্মফুল দেখতে অনেকটা ছাপা ফুলের মত হয়ে থাকে। তবে এ পদ্মফুল অনেক বেশি সুন্দর লাগে যখন এই ফুলটি ফুটে। পদ্মফুলে শাপলা ফুলের থেকে অনেক বেশি পাপড়ি থাকে। আরে পাপীগুলো শাপলা থেকে কিছুটা ছোট হয় কিন্তু অনেক বেশি ও অনেক সুন্দর হয়। পদ্মফুল বিশেষ করে বিভিন্ন ধরনের জলাশয় হয়ে থাকে যেমন  বিল। এ ফুলটি একটি বড় পাতার উপরে ফুটে থাকে।

এ ফুলের রং সাধারণত পিঙ্ক ও সাদা কালার একসঙ্গে মিশ থাকে। ফুলের পাপড়ির উপরে পিংক এবং একদম নিচে সাদা কালার থাকে এবং মিডেলে পিংক ও সাদা মিস করে যে রং থাকে সেটি হয়। এজন্য এই ফুলটি অনেক সুন্দর ও এর কদরও অনেক বেশি রয়েছে,। যা আপনি নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই পদ্ম ফুলের সৌন্দর্য কতটা রয়েছে।

চেরি ফুল

৯) চেরি ফুলঃ  চেরি ফুলের সৌন্দর্য বলে শেষ করার মত নয়। এ ফুলের নামটিও যেমন রহস্যময় এ ভুলটি তেমন রহস্যময়। এর ফুলটি সাধারণত হেমন্ত বা বসন্তকালে অনেক বেশি ঘুরতে দেখা যায়। তবে এই ফুলটি খুব অল্প বয়সেই হয়ে থাকে। বিশেষ করে এই ফুলটি এক বছর পরে কিন্তু এর দীর্ঘ আয়ু দুই সপ্তাহ। দুই সপ্তাহের মধ্যে এই ফুলটি মারা যায়।

এই চেরি ফুল যখন ফুটতে শুরু করে তখন গাছে একটিও পাতা থাকে না এবং পাতার বদলে সব ফুল দেখা যায়।। এ ফুলটির রং সাধারণত সাদা হয়ে থাকে এবং এর মাঝে লম্বা লম্বা পাপড়ির মত  শির থাকে। এটিকে অনেকে ঝালোক ফুল নামেও চিনে থাকে। আর  এটি বিভিন্ন ধরনের বাগান বাড়িতে বা বাগানে লাগানো থাকে।

জবা ফুল

১০) জবা ফুলঃ  অন্যান্য ফুলের মত এ ফুলটি ও অনেক বেশি সুন্দর। এবং এর ফুলটিরও অনেক বেশি কদর রয়েছে বিভিন্ন মানুষের কাছে। বিশেষ করে হিন্দুরা এই  ফুলটি দিয়ে তাদের দিনের কাজ সম্পন্ন করে। এ ফুলটিও দেখতে অনেক বেশি সুন্দর কারণ এই ফুলের পাঁচটি  পাপড়ি থাকে পাপড়ি গুলো অনেক বড় হয়ে থাকে।এবং এই ফুল সাদা ও লাল কালারের হয়ে থাকে এবং মাঝে মাঝে গোলাপি  কালারের দেখা যায়।

গন্ধরাজ

১১) গন্ধরাজঃ  এ ফুলটির নাম গন্ধরাজ রাখা হয়েছে কারণ এই  ফুলটির গন্ধ এতটাই সুন্দর যা বলে বোঝানোর মত নয়। আপনি যদি কোনদিন এই গন্ধরাজ ফুলটি সুখে থাকেন বা এর ভ্রান্ত নিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন বা বলতে পারবেন এটি কতটা সুন্দর। এজন্য এই ফুলটিরও অনেক বেশি।  এবং এই ফুলটি  গোলাপি ও সাদা কালারের হয়ে থাকে। এবং ফুলটির ছোট ছোট পাপড়ি থাকে যা একটি ডালে অনেক বেশি ভুল ধরে থাকে।

বকুল ফুল

১২) বকুল ফুলঃ এটিও অনেক জনপ্রিয় ও আকর্ষণীয় ফুল বলতে পারেন। এ ফুলটি ও অনেক মানসিক আছে খুব বেশি প্রিয়। এর কারণ হচ্ছে এটির যেরকম সুন্দর ঘ্রাণ বের হয় ঠিক এটি দেখতেও ওরকম সুন্দর। এবং এর ফুলের মালা গুলো আরো বেশি সুন্দর হয়ে থাকে। আর এই ফুলের মালার সৌন্দর্য আরো বৃদ্ধি করে দেয় সুগন্ধ

লেখক এর মতামত

আজকে যে সকল ফুলগুলি সম্পর্কে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করেছি এ সকল ফুলগুলি দেখতে অনেক বেশি সুন্দর ও এদের গুণমান অনেক বেশি। কিছু কিছু  ফুল রয়েছে যেগুলোর ওষুধ রয়েছে। এছাড়া যারা ফুল পছন্দ করেন তারা হয়তো আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ  পড়। এবং যারা ফুল নিয়ে গবেষণা করতে ভালোবাসেন তারা হয়তো অবশ্যই জানেন আজকের এই ফুলগুলো কতটা বেশি সুন্দর।

আর বিভিন্ন ধরনের অজানা ফুল এর সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকতে পারেন। আশা করি আজকের এই আর্টিকেলটি আপনি যদি সঠিকভাবে পড়তে পারেন এবং সম্পূর্ণ পড়ে থাকেন। তাহলে অবশ্যই   আজকের এই বারটি ফুলের নাম ও এর গুণাবলী সম্পর্কে জানতে পেরেছেন।

আজকের আর্টিকেলটি করে আপনি যদি নতুন কিছু শিখতে পারেন অবশ্যই আপনার পরিচিতদের কাছে শেয়ার। যেন তারাও এই ধরনের বিষয়গুলো জানতে পারে। এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি নতুন কি জানতে পারলেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url