জেনে নিন চিরতরে খুশকি দূর করার গোপন উপায় গুলো কি কি

 প্রিয় পাঠক আজকে আলোচনা করব একটি সুপরিচিত সমস্যা নিয়ে যেটার সমস্যায় আমরা সবাই প্রায় প্রতিনিয়তই বিরক্ত বোধ হচ্ছে ।যে সমস্যাটি হল খুশকি সমস্যা ।তাই আমরা আলোচনা করব কিভাবে চিরতরে খুশকি দূর করা যায় ও খুশকি দূর করার শ্যাম্পু বা উপায় কি কি রয়েছে এই বিষয় নিয়ে আজকে

খুশকি দূর করার উপায়
আমরা আলোচনা করব । আশা করি এই পোস্টটি আপনি সম্পূর্ণ করলে আপনারও খুশকি দূর করতে পারবেন মাথা থেকে চিরতরের জন্য।

খুশকি দূর করার উপায়

খুশি দূর করার উপায় অনেক ধরনের তা আস্তে আস্তে আমরা জানব।আমাদের চুলের সৌন্দর্য নষ্ট করার জন্য সবথেকে বড় শত্রু হলো খুশকি। এটিকে দেখতে সাধারণ সমস্যার মত হলেও এটি নিয়ে আমাদের প্রত্যেকটি জায়গায় বিভিন্ন ধরনের ভোগান্তি পোহাতে হয় । শুধু ঠান্ডা হবার জন্যই এই খুশী হয় না বরং 


খুশি হওয়ার অনেক ধরনের কারণ রয়েছে । খুশি হলে যে যে সমস্যাগুলো দেখা দেয় , মাথা চুলকানো , চুল ঝরে যাওয়া, কাঁধের উপরে খুশকি পড়ে থাকা , চুলের স্বাস্থ্য নষ্ট হওয়া , চুল পাতলা হয়ে যাওয়া এ ধরনের রোগ গুলো বেশি দেখা দেয় যা। একসময় আমাদের লাইফের বিভিন্ন ধরনের ভোগান্তি হয় । 

বিভিন্ন ধরনের খুশকি দূর করার কেমিক্যাল পুনর ব্যবহার করলে সেই কেমিক্যাল এর কাছ থেকে উপকারের চেয়ে ক্ষতি বেশি হতে পারে বলে ধারণা করা যায় । তাই বিশেষ করে পরামর্শ দেয় ঘরোয়া উপায়ে খুশকি দূর করার চেষ্টা করতে । এর ফলে কোন সাইড ইফেক্ট করবে না । নারিকেল তেল ব্যবহার করলেও খুব ভালো হয় । চলুন তাহলে জেনে নেয়া যাক কি কি পদ্ধতিতে খুশকি দূর করা যায় ।

  • নারিকেলের তেল বা জবা অয়েল খুশকি দূর করতে খুবই কার্যকরী ।
  • নারকেলের তেলের সঙ্গে লেবু ব্যবহার করলেও খুশকি দূর হয় ।
  • গরম করে নারকেলের তেল মাথায় লাগালে খুশকিদূর হয়।
  • পেঁয়াজের রস মাথায় দিলে খুশি দূর হয় ।
  • আপনার চুলে মেথির ব্যবহার করলেও খুব ভালো হবে ।

সুখী থেকে রেহাই পেতে বাজারে বিভিন্ন ধরনের শ্যাম্পু পাওয়া যায় । তার থেকে ঘরোয়া টিপস অবলম্বন করলে বেশি ফলাফল পাওয়া যায় । এখানে যে নিয়মগুলো বলা আছে বা উপায়গুলো দেয়া আছে আপনি যদি মেনে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার চুলের খুশি ভালো হয়ে যাবে । এগুলো অত্যন্ত কার্যকরী উপায় ।

চিরতরে খুশকি দূর করার উপায়

চিরতরে খুশকি দূর করার উপায় কমবেশি সবাই জানতে চাই । এর কারণ হচ্ছে বাজারে অনেক ধরনের শ্যাম্পু বা খুশকি দূর করার বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায় । সেটা দিয়ে খুব দূর হয় ঠিকই কিন্তু কয়েকদিন পরে আবার সেই খুশকি মাথায় দেখা দেয় । এজন্য অনেকেই চেষ্টা করে চিরতরে কিভাবে খুশকি দূর করা যায় । সব থেকে ভালো উপায় হচ্ছে ঘরোয়া টিপস যা আমাদের চুলকে আরো বেশি সুন্দর ও খুশকি মুক্ত করে।

প্রথমে জানতে হবে খুশকি কিভাবে মাথায় জন্ম নেয় । অনেকেরই দেখা যায় শীত এলে মাথায় খুশকিতে ভরে যায় । আর এই খুশকি বেশিরভাগ শীতেই হয়ে থাকে এবং যারা ধুলোবালিতে কাজ করে ধুলোবালি জমে চামড়ার সঙ্গে পুষ্টিতে রূপান্তরিত হয় । যা আমাদের অত্যান্তই সমস্যা ও বিরক্ত অনুভব করি এর থেকে রক্ষা পেতে যে যে কাজগুলো করতে হবে ।

  • টকদই চুলের খুশকি দূর করতে ও চুলকে আরো সুন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে ।
  • মেথি ব্যবহার করলে আপনার চুল হবে মোটা ও আরো সিল্কি ।
  • পুরনো তেতুল ব্যবহার করলে বিভিন্ন ধরনের চুলকানি থেকে ও খুশকি থেকে মুক্তি মিলবে ।
  • পুরনো তেতুল ব্যবহার করার নিয়ম হলো পানিতে গুলে নিয়ে মাথার চুলে গোড়া পর্যন্ত ভালো করে লাগিয়ে নিতে হবে । এরপরে ১৫ থেকে ২০ মিনিট পরে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে ।
  • ডিমের ভেতরে সাদা অংশ ও টক দই মিশিয়ে মাথায় লাগালে খুশকি ভালো হয়ে যাবে।
  • পেঁয়াজের রস খুব দ্রুত খুশকি দূর করতে সাহায্য করে । এবং নতুন চুল গজাতেও সাহায্য করে ।
  • এক্সট্রা চুলের জন্য অলিভ অয়েল খুবই ভালো । যা আপনার চুলকে দ্বিগুণ সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে ।

আপনি যদি এই বিষয়গুলো নিয়মিত অবলম্বন করে যান তাহলে বাজারের কোন খুশকি মুক্ত করার প্রোডাক্ট লাগবে না । কিন্তু এখন ডিজিটাল যুগ দৃষ্টিতে অনেক ধরনের প্রোডাক্ট বের হয়েছে যা আমাদের খুশকি দূর করতে সাহায্য করছে । কিন্তু আবার কয়েকদিন পরে ঠিকই তা দেখা যাচ্ছে । তাই এই ধরনের 

সমস্যা এড়াতে চাইলে আপনাকে অবশ্যই ঘরোয়া টিপস অবলম্বন করতে হবে । ঘরোয়া টিপস অবলম্বন করলে কোন সাইড ইফেক্ট হওয়ার সম্ভাবনা ও থাকেনা । এখন বিভিন্ন ধরনের ভেজাল পণ্য আসার ফলে উপকারের থেকে ক্ষতি বেশি লক্ষ্য করা যাচ্ছে তাই এখনই সাবধান ।

ছেলেদের খুশকি দূর করার শ্যাম্পু

ছেলেদের খুশকি দূর করারও রয়েছে অনেক ধরনের উপায় যা এখন আলোচনা করব । ছেলেরা বাজার ঘাটে ঘুরে বেড়ায় এর ফলে মাথায় খুশকি হলে পড়তে হয় লজ্জায় । এই খুশি হওয়ার কারণ হলো বিভিন্ন ধরনের জীবাণু ও ধুলোবালে । যেহেতু ছেলেরা বাজারে ঘাটে ঘুরে এর ফলে মাথায় অনেক ধুলোবালি 

পড়ার ফলে সৃষ্টি হয় খুশকি । সাধারণত এটি শীতের মধ্যে বেশি দেখা দেয় । ছেলেদের মাথার খুশকি দূর করার সহজ উপায় হচ্ছে নারিকেলের তেল ও লেবুর রস একসাথে মিক্সড করে মাথায় লাগাতে হবে । মাথায় লাগিয়ে রাখার ২০ থেকে ৩০ মিনিট ধুয়ে ফেলতে হবে । এরপরে ক্লিয়ারম্যান শ্যাম্পু বা ডাব 

শ্যাম্পু দিয়ে ভালোভাবে মাথা ঘষে নিতে হবে । এইভাবে নিয়মিত তিন দিন করলে দেখা যাবে মাথার খুশকি ভালো হয়ে যাবে । কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় শ্যাম্পু বা সাবান মাথায় ব্যবহার না করায় ভালো । বিভিন্ন কসমেটিক্স প্রোডাক্ট মাথায় ব্যবহার করলে দেখা যায় চুল উঠে যায় ,, চুল চিকন 

হয়ে যায় ,, চুল লাল হয়ে যায় , চুল পড়া সৃষ্টি হয় , অল্প বয়সে চুল পেকে যায়। ইত্যাদি অনেক ধরনের সমস্যা দেখা দেয় তাই এ ধরনের প্রোডাক্ট থেকে দূরে থাকাই ভালো । খুশি হলে ঘরোয়া টিপস অবলম্বন করা উচিত । এতে ভালো ফলাফল পাওয়া যাবে । আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুশকি দূর করতে হলে কি কি করতে হবে ।

  • খুশকি দূর করার শ্যাম্পু
  • ক্লিয়ারম্যান
  • হেড এন্ড শোল্ডার
  • সানসিল্ক
  • ডাব
  • এক্সট্রা প্লাস
  • সিলেক্ট প্লাস

মেয়েদের মাথার খুশকি দূর করার শ্যাম্পু

মেয়েদের মাথার খুশকি দূর করার বিভিন্ন ধরনের টিপস । ছেলেদের মত মেয়েদেরও মাথায় খুশকি দেখা যায় । এর ফলে মেয়েরা ছেলেদের থেকে বেশি কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট মাথায় ব্যবহার করে থাকেন । এর ফলে মেয়েদের চুল ছোট ও অল্প হয়ে যায় । এই কেমিক্যাল মাথার চুলকে বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত 

করে ফেলেন। যেমন চুল ঝরে যাওয়া , চুল পাতলা হয়ে যাওয়া, মাথার ত্বকে রোগ সৃষ্টি করা , প্রাণহীন করে ফেলে ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় । এই সমস্যার সমাধান করার জন্য মেয়েরা আবার সে কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করে । এরপরে আরো বেশি সমস্যা সৃষ্টি হয় । এই খুশকি ব্যবহার করার 

জন্য যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে । ব্যবহার করার কিছুদিন পর খুশকি আবার দেখা যায় । এর থেকে ভালো এই ধরনের দ্রব্য ত্যাগ করে ঘরোয়া উপায় অবলম্বন করা । এতে চুলেরও উপকার হবে খুশকি ও দূর হবে নতুন চুলও গজাতে শুরু করবে । চলুন তবে ঘরোয়া উপায় গুলো কি নারিকেল তেল , 

ডিম , এলোভেরা , পেঁয়াজের রস , মেথি , আমলকি , ইত্যাদি বিভিন্ন ধরনের উপাদান দিয়ে আপনি চুলের ফেসপ্যাক তৈরি করতে পারেন । এতে শ্যামপুর থেকে বেশি কাজ করবে ও আপনার চুলকেও স্বাস্থ্যসিল করে তুলবে । এবার চলুন কয়েকটি শ্যাম্পুর নাম জেনে নেয়া যাক । ক্লিয়ার শ্যাম্পু মেন কুল 

স্পোর্ট মেনথল এন্টি ড্যান্ড্রাফ,আলপেসিন ড্যান্ড্রাফ কিলার শ্যাম্পু,BEAUA মেডিকেটেড স্ক্যাল্প কেয়ার শ্যাম্পু ,কাপল কম্বো (শ্যাম্পু) - পুরুষদের জন্য স্টুডিও এক্স অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ১৭৫মিলি এবং প্যারাসুট ন্যাচারেল শ্যাম্পু পুষ্টিকর যত্ন ১৭০মিলি ,অ্যালো ড্যান্ড্রাফ শ্যাম্পুর সাথে সেলসান ব্লু 

ময়েশ্চারাইজিং। এই ধরনের শ্যাম্পু ব্যবহার করলে আপনার মাথার খুশকি দূর হবে । কিন্তু এই ধরনের মাথায় শ্যাম্পু না দেয়াই ভালো । এর থেকে ঘরোয়া টিপস অবলম্বন করাই ভালো ।

লেখক এর মতামত

আমার মতে চুলের খুশকি দূর করার জন্য বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার না করায় ভালো । এর ফলে হতে পারেন বিভিন্ন ধরনের বিপদে । ইতিমধ্যে জেনে গেছেন চুলে শ্যাম্পু ব্যবহার করলে কি কি সমস্যা সম্মুখীন হতে পারে আপনার । এর ফলে আপনি ঘরোয়া টিপস অবলম্বন করেন খুব ভালো হবে । প্রত্যেকটি জিনিসেরই দুইটি দিক রয়েছে একটি খারাপ আরেকটি ভালো ।

এর ফলে দেখা যাচ্ছে খুশকি রোধক শ্যাম্পু ব্যবহার করার ফলে আপনার ক্ষতি বেশি হবে । তাই আবারও বলছি ঘরের টিপছি অবলম্বন করবেন ভালো ফলাফল পাবেন । এই পোস্টটি পড়ে আপনি যদি উপকৃত হন তাহলে আপনার পরিচিত দের কাছে শেয়ার করুন এবং আপনার মূল্যবান কমেন্টটি করে আমাদেরকে জানিয়ে যান যে আপনার কেমন লাগলো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url