চলুন জেনে নেওয়া যাক ১০০+ ফুলের নাম গুলো

পাহাড়ি ফুলের নাম
প্রিয় পাঠক আজকে আলোচনা করব ১০০+ ফুলের নাম সম্পর্কে ও এর বিস্তারিত তথ্য। যারা ফুলপ্রেমী রয়েছে আজকের পোস্টটি তাদের জন্য অনেক বেশি উপকারী হতে চলেছে। ও এর ফুল গুলির নাম শুনলে অবশ্যই আপনাকে ফুলগুলি একবার হলেও দেখতে ইচ্ছা করবে। 

চলুন-জেনে-নেওয়া-যাক-১০০+-ফুলের-নাম-গুলো
চলুন জেনে নেওয়া যাক ১০০+ ফুলের নাম গুলো

বিভিন্ন ধরনের ফুল পেমের জন্য আজকে আমরা এই আয়োজনটি করেছি। আমাদের এই আয়োজনে থাকবে ১০০+ এর বেশি ফুলের নাম। তাই যারা ফুলপ্রেমী রয়েছেন এবং ফুল পছন্দ করেন তাদের জন্য আজকের এই পোস্টটি অনেক বেশি পছন্দনীয় হতে চলেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ১০০+ ফুলের নাম গুলো কি কি রয়েছে।

চলুন জেনে নেওয়া যাক ১০০+ ফুলের নাম গুলো

অনেক মানুষ রয়েছে যারা ফুল অনেক বেশি পছন্দ করে। এবং ফুল চাষ করতেও তারা বেশি আগ্রহী প্রকাশ করে। তবে যারা ফুল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই পোস্টটি অনেক বেশি মূল্যবান হতে চলেছে। কারণ আমরা এখানে আলোচনা করব অনেক ধরনের ফুলের নাম সম্পর্কে যা হয় তো আপনি জানেন না। এবং যারা ফুলপ্রেমী রয়েছেন তাদের জন্য এই পোস্টটি অনেক বেশি মজাদার হতে চলেছে এর কারণ বিভিন্ন ধরনের ফুলের নাম সম্পর্কে আপনারা জানতে পারছেন । চলুন তাহলে জেনে নেওয়া যাক ১০০+ একশ ফুলের নাম গুলো।

আরো পড়ুনঃ ১২ মাসি ফুলের নাম

  • জবা।
  • গোলাপ।
  • চন্দ্রমুখী।
  • চন্দ্র কামিনী।
  • হাসনাহেনা।
  • বকুল ফুল।
  • গাঁদা ফুল।
  • ঘাসফুল।
  • চন্দ্রমল্লিকা।
  • পরাগ ফুল।
  • বেলি ফুল।
  • কুড়ি ফুল।
  • চাঁপা ফুল।
  • দোপাটি ফুল।
  • চামেলি ফুল।
  • বকুল ফুল।
  • ডালিয়া ফুল।
  • রজনীগন্ধা।
  • গুলবাহার।
  • কাঠ গোলাপ।
  • মালতি ফুল।
  • টগর।
  • লাল চাঁপা।
  • জুঁই ফুল।
  • ফুল পাতা।
  • লতা ফুল।
  • গন্ধরাজ ফুল।
  • কুসুম ফুল।
  • কদম ফুল।
  • গুলবাহার।
  • টিউলিপ ফুল।
  • অর্কিড ফুল।
  • সূর্যমুখী ফুল।
  • চন্দ্রমল্লিকা ফুল।
  • লিলি ফুল।
  • চেরি ফুল ।
  • লালটোনা ফুল।
  • সর্বজয়া ফুল।
  • পুরো মেলিয়া ফুল।
  • অম্বফুট ফুল।
  • শাপলা ফুল।
  • পদ্ম ফুল।
  • ক্যামিলিয়া ফুল।
  • পিউনি ফুল।
  • লরেল ফুল।
  • কৃষ্ণচূড়া ফুল।
  • শিউলি ফুল।
  • জিনিয়া ফুল।
  • বেলা ফুল।
  • ডিমুডো ফুল।
  • আইরিস ফুল।
  • পোস্তা ফুল।
  • নীলকন্ঠ ফুল।
  • ভিওলেট ফুল।
  • হোলি ফুল।
  • ঝিরা ফুল।
  • ঝিঙ্গা ফুল।
  • ফ্রিজিয়া ফুল।
  • পিটুনি ও ফুল।
  • পিয়ানি ফুল।
  • লজ্জাবতী।
  • গন্ধরাজ ফুল।
  • প্রটিয়া ফুল।
  • অ্যাস্টার ফুল।

এছাড়া আরও অনেক ধরনের ফুল রয়েছে যে ফুলগুলি এখনো আমাদের কাছে অজানা বা অচেনা। এই সকল ফুলগুলো অনেক বেশি সবার কাছে পরিচিত তাই আমরা আলোচনা করলাম। আপনি যদি এই ফুলগুলো চাষ করতে চান তাহলে অবশ্যই চাষ করতে পারেন। কারণ এই ভুলগুলো চাষ করা খুবই সহজ সব জায়গাতে এর ফুল গুলো চাষ হয়। আশা করছি ভুলগুলি দেখার পরে আপনার মনে কিছুটা হলেও ভালোলাগা সৃষ্টি হবে।

পাহাড়ি ফুলের নাম

অনেক মানুষ জানতে চায় বিভিন্ন ধরনের পাহাড়ি ফুলের নাম সম্পর্কে। তাই আজকে আমরা আলোচনা করব এমন এমন ফুল যেগুলি পাহাড়ে অঞ্চলে খুব বেশি দেখা যায়। আর ওই ফুল গুলি পাহাড়ি অঞ্চল ছাড়া ভালোভাবে জন্মও নেয়না । 

আরো পড়ুনঃ টবে ফুল চাষ পদ্ধতি

যারা ফুল বিশেষজ্ঞ আছে কিংবা যাদের ফুল সম্পর্কে ভালো ধারণা রয়েছে তারা জানে যে কোন ফল কোন জায়গায় ভালো জন্মায়। তবে আপনি যে কোন ফুল যে কোন জায়গায় লাগালে তার সৌন্দর্য খুব সহজে উপভোগ করতে পারবেন। আর এই ধরনের ফুলগুলি অনেক মানুষ তার বাসা বাড়িতে কিংবা অনেক আদালতে লাগিয়ে রাখেনা । চলুন তাহলে জেনে নেই কিছু পাহাড়ে ফুলের নাম।

  • ফুলটির নাম জংলি ঝুমকা লতা ফুল। এই ফুলটি সাধারণত পাহাড়ি অঞ্চল ছাড়া জন্ম নেয় না।। আর এটি সবথেকে বেশি দেখা যায় দক্ষিণ আমেরিকার ও রাঙ্গামাটির উপকূল অঞ্চলে।
  • নাগ বলি ফুল এটিও এটি পাহাড়ি ফুল পাহাড়ি অঞ্চল ছাড়া জন্ম নেয় না।।
  • সর্পগন্ধা ফুল এই ফুলটি রাঙ্গামাটির যেকোনো পাহাড়ে গেলে দেখতে পাবেন। এটি পাহাড় অঞ্চল ছাড়া ঠিক তেমন একটি দেখা যায় না।
  • করুক ফুল সাধারণত রাঙ্গামাটির পাহাড়িয়া অঞ্চলে জন্মগ্রহণ করে আর এটি বর্ষা বা শর্ট কালে পাহাড়ের চূড়ায় ঘুরতে দেখা যায়।
  • পরশপিপুল ফুল ভিডিও সাধারণত পাহাড়ি অঞ্চলে দেখা যায়। বিশেষ করে আফ্রিকার জঙ্গলে বা আফ্রিকার যে সকল পাহাড় রয়েছে সেগুলোতে এটি বেশি দেখা যায়।

এছাড়াও আরো অনেক বিভিন্ন ধরনের ফুল রয়েছে যেগুলি পাহাড়ে অঞ্চল ছাড়া জন্ম নেয় না। তাই এই ধরনের ফুল গুলো সৌন্দর্য দেখতে চাইলে আপনাকে অবশ্যই পাহাড়ি অঞ্চলে বেড়াতে যেতে হবে। আর এই ফুলগুলোর এতটা যে সৌন্দর্য সেটি বলে প্রকাশ করা সম্ভব না। আপনিও যদি প্রকৃত ফুল ফিল্ম হয়ে থাকেন তাহলে অবশ্যই জীবনে একবার হলেও এই ফুলগুলো দেখার জন্য পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাবেন। আশা করছি আপনাদের কাছে কিছু পাহাড়ি অঞ্চলে ফুল সম্পর্কে ব্যাখ্যা তুলে ধরতে পেরেছি।

লেখকের মতামত

আমাদের দেশে বা পুরো বিশ্বে ফুলপ্রেমী রয়েছে অনেক। যারা ফুলকে অনেক বেশি পছন্দ করে এবং ফুল চাষ করতে ভালোবাসে। আবার এমন এমন লোক রয়েছে যারা ফুলকে ভালোবেসে তার বাসায় কিংবা অফিসে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। আর এটা সত্য যে ফুল বাসা বাড়ি বা অফিসের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে। 

তাই আপনিও চাইলে এই ফুলগুলি দিয়ে আপনার বাসা বাড়ি কিংবা অফিস সাজিয়ে বসিয়ে রাখতে পারেন । এছাড়াও যে পাহাড়ি অঞ্চলের ফুলের কথা বলা হয়েছে এগুলো যদি সৌন্দর্য উপভোগ করতে চান আপনি তাহলে অবশ্যই পাহাড়ে অঞ্চলে একবার হলেও ঘুরতে যাবেন। এই পোস্টটি পড়ে আপনি যদি কোন নতুন তথ্য পান তাহলে অবশ্যই আপনার পরিচিতদের কাছে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামতটি করে জানাতে ভুলবেন না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url