১২ মাসি ফুলের নাম - ফুল চাষের পদ্ধতি

১২ মাসি ফুলের নামপ্রিয় পাঠক আজকে আলোচনা করব ফুল নিয়ে। অনেকেই ফুল পছন্দ করেন সেজন্য অনেকে ইচ্ছে করে ১২ মাসি ফুলের নাম জানতে চাই ও ফুল চাষের পদ্ধতি ও জানতে চায় । আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব এই প্রশ্নের ভিতর ।

১২ মাসি ফুলের নাম - ফুল চাষের পদ্ধতিআরো আলোচনা করব ফুল আমাদের দেশে কি ধরনের অর্থনৈতিক প্রভাব ফেলছে । ফুলের বিভিন্ন চাষ পদ্ধতি । চলুন তাহলে জেনে নেয়া যাক পদ্ধতি গুলো কি কি রয়েছে । ও ১২ মাসি ফুলের নাম

১২ মাসি ফুলের নাম

১২ মাসি ফুলের নাম অনেকেই জানতে চাই এর কারণ হচ্ছে আমাদের দেশে বা জে কোন দেশেই ফুল পছন্দ করে না এমন কোন মানুষ নেই । এই জন্যই ১২ মাসি ফুলের নাম নাম জানতে চেয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন । আপনারা যদি ফুল লাগানোর চিন্তা ভাবনা করেন কোথাও তাহলে এই ১২ মাসি 

ফুলের নাম জেনে লাগাবেন এর ফলে আপনার বাসার বাড়িতে বা অফিসে সব সময় ফুল থাকবে । আর ফুল তো হলো একটি প্রাকৃতিক সৌন্দর্য যা যেখানে কোন জায়গাতেই সুন্দর মানায় । তাই আমরা এখন জানবো ১২ মাসি ফুলের নাম। চলুন তাহলে জেনে নেয়া যাক নাম গুলো কি কিজবা ফুল।
বাগানবিলাস এটি এক জাতীয় লতা ফুল।
  • ইউফোরবিয়া ফুল ।
  • মিলি ফুল ।
  • কোলান্চো ফুল।
  • ল্যান্টেনা ফুল।
  • এলামন্ডা ফুল ।
এছাড়াও আরো অনেক ধরনের ফুল রয়েছে যা আমরা প্রতিনিয়তই দেখি কিন্তু নাম জানিনা ঠিক মত। এই ফুলগুলো সাধারণত বারোমাসি দেখা যায। কিন্তু এই ফুল গুলো কিছু কিছু রয়েছে যা অত্যন্ত রেয়ার বা সহজে দেখা যায় না । এদের ভিতর সবথেকে কমন ফুলো জবা প্রতিনিয়তই কোনো না কোনো 

ভাইয়ের সামনে আমরা দেখতে পাই । এছাড়াও প্রত্যেকটি ফুলি আমাদের বাড়ির বা চারবারের সৌন্দর্য বৃদ্ধি করতে সহায়তা করে। কিন্তু যে ফুলগুলো বারো মাস থাকে সেগুলো দেখতে অনেক ভালো লাগে । যেমন অনেক রয়েছে লতার মতো ফুল। উপরে যে ১২ মাসি ফুলের নাম গুলো বললাম এই ফুল গুলো 

দেখতে অনেক সুন্দর হয়। ফুলগুলো বাসা বাড়িতেও অনেক মানায়। মানুষ সারা বছর ফুল দেখার জন্য এই ১২ মাসি ফুলের নাম গুলো জানতে চাই । বারোমাসি সব ফুলের নাম গুলো না দিতে পারলেও আশা করি কয়েকটি ফুলের নাম দিতে পেরেছি এগুলো হচ্ছে জনপ্রিয় ফুলের ভিতরে ধরা যায়। তাহলে যেই 

১২ মাসি ফুলের নাম গুলো জানতে পারলেন এগুলো আপনার বাসর বাড়িতে লাগালেই অনেক সুন্দর লাগবে । চলুন এবার জেনে আসি ফুল চাষের পদ্ধতি গুলো কি কি রয়েছে।

ফুল চাষের পদ্ধতি

আমরা সবাই ফুল চাষ করি কেউ বাসায় কেউবা ব্যবসার জন্য । তাই প্রত্যেকজনেরই প্রয়োজন ফুল চাষের পদ্ধতি গুলো কি কি জেনে নেওয়া। ফুল চাষের পদ্ধতি জানতে চেয়ে অনেকেই প্রশ্ন করেন। এই ক্ষেত্রে থেকে আজকে ফুল চাষের পদ্ধতি গুলো নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এর আগে 

জানলেন ১২ মাসি ফুলের নাম যা আপনার বাসায় কে পুরো বছরই সৌন্দর্য বৃদ্ধি করে তুলবে । আর এই ফুল চাষগুলোর জন্যও প্রয়োজন ফুল চাষের পদ্ধতি জানা । এই ফুল চাষের পদ্ধতি রয়েছে বিভিন্ন ধরনের যা একে একে আপনাদের মাঝে তুলে ধরব।

ফুল চাষের অনেক পদ্ধতি থাকার ফলেও জনপ্রিয় কিছু পদ্ধতি হলো। মাটির টপে ফুল চাষ বা জমিতে ফুল চাষ ইত্যাদি এই ধরনের জায়গাতে ফুল চাষ বেশি হয়ে থাকে।

ফুল চাষের অর্থনৈতিক গুরুত্ব

ফুল চাষের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ আমাদের দেশে বা অন্যান্য দেশে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে । অনেক কৃষি খেতেও এখন দেখা যায় যে ফুল চাষ করতে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফুল চাষের অর্থনৈতিক গুরুত্ব দিন দিন বিপুল হারে বৃদ্ধি পাচ্ছে। কৃষক ও রাষ্ট্রের মানুষের উভয় উপকারিত ও 

লাভবান হচ্ছে। আমরা প্রথমেই ১২ মাসি ফুলের নাম সম্পর্কে ও ফুল চাষের পদ্ধতি সম্পর্কে জেনেছি এখন আমরা জানবো যে ফুল চাষের অর্থনৈতিক গুরুত্ব কেমন রয়েছে আমাদের দেশে বা বিশ্বে। ফুল চাষ করা একটি লাভজনক ব্যবসা যারা করে তারাই বোঝে । বিভিন্ন তথ্যে জানা গিয়েছে যে বাংলাদেশের

প্রায় ২০ থেকে ২২ টি জেলা ১৫ হাজার হেক্টর জমি নিয়ে ফুল চাষ করছেন । বিশেষজ্ঞদের মতে ঝিনাইদহ ও যশোরে অধিক পরিমাণে ফুল উৎপাদিত হয়ে থাকে । এখান থেকে ফুল বিভিন্ন জেলায় বা বাইরের দেশে বাজারজাত করা হয়ে থাকে । ১৯৯১ সাল থেকে বাংলাদেশের ফুলকে রপ্তানিযোগ্য পূর্ণ 

হিসাবে আখ্যায়িত করেন । বিভিন্ন তথ্য মতে দেখা গিয়েছে আমাদের দেশের প্রায় ২০ হাজারের মতো ফুল ব্যবসায়ী রয়েছে । বিভিন্ন উৎসবে প্রায় ফুল চাষীদের মতে বাংলাদেশে ২৮০ কোটির মতো ফুল বিক্রির টার্গেট থাকে । এ টাকা আমাদের অর্থনৈতিক প্রভাবেও অনেক বড় ভূমিকা রাখেন । এই ধরনের 

ফুলের ব্যবসার জন্য সরকার বিভিন্ন ধরনের নতুন নতুন ফুলের জাত আমদানি করার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন । এর ফলে বাংলাদেশও কৃষক বা ফুল ব্যবসায়ী সবাই লাভবান হতে পারবে। তাহলে হয়তো আপনি বুঝতে পেরেছেন যে ফুল চাষের রাজনৈতিক গুরুত্ব কতটা বেশি রয়েছে। এইজন্যে 

উপরে ১২ মাসি ফুলের নাম ও ফুল চাষের পদ্ধতি বিশ্লেষণ করা আছে আপনার ইচ্ছে হলে দেখে আসতে পারেন। ফলে আপনিও উপকৃত হবেন এবং ফুল চাষের অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধি পাবে যা দেশের জন্য লাভজনক ।

ফুলের চারা

আমরা ফুল ভালোবাসি না এমন কোন মানুষই নেই। এজন্যেই অনেকে প্রশ্ন করেন ফুলের চারা কেমন নেয়া উচিত। বা কিভাবে বুঝব যে এই ফুলের চারা ভালো। তাহলে আপনাদের সহজে কিছু নিয়ম গুলি শিখিয়ে দি যেন খুব সহজে ফুলের ভাল চারা বাছাই করে নিতে পারেন । ফুলে চারার কয়েকটি বিষয় 

খেয়াল করলে বুঝতে পারবেন যে কোনটি ভালো ছাড়া আর কোনটি খারাপ। আর যদি আপনি ফুলের চারা ব্যবসা করার জন্য নেন তাহলে তো অবশ্যই ভালো চারা দেখে শুনে নিতে হব। কারণ আমি একটু আগেই পড়েছি যে ফুল চাষের অর্থনৈতিক গুরুত্ব আমাদের দেশে কতটা প্রভাব ফেলে । আর যদি 

আপনি ফুল চাষের পদ্ধতি সঠিক নিয়মে না জানেন তাহলে উপরে বিশ্লেষণ করা আছে যদি না পড়ে থাকেন তাহলে অবশ্যই দেখে আসতে পারেন। চলুন তাহলে জেনে নেয়া যাক ফুলের চারা চেনার উপায়।
  • ফুল বা ফুলের কুশি আল গাছ কেন যাবে না।
  • যত ছোট পারেন গাছ কিনতে পারেন।
  • ফুলের বড় গাছ কেনা থেকে বিরত থাকতে হবে।
  • যে ফুলের গাছের গোড়া মোটা ওইরকম গাছ নিতে হবে।
  • আবার অনেক গাছ থাকে যে অনেক পাতা কিন্তু গাছ চিকন এই ধরনের গাছ থেকে দূরত্ব থাকতে হবে।
  • আর ফুলের বীজ কেন সময় শুকনো দেখে বীজ কিনতে হবে।
  • ছোট ছোট সাইজের বিচি আলা বিস কিনতে হবে।
  • যে বীজগুলোর ওজন একদমই কম সেই ধরনের বীজগুলো কিনতে হবে।
  • প্যাকেটিং করা বীজ কিনতে হবে ।
এই কয় ধরনের যদি আপনি বীজ কিনতে বা চারাগাছ কিনতে যান তাহলে মাথায় রাখবেন । এতে আপনার গাছ মারা যাওয়ার সম্ভাবনা নাই। আবার বীজ দিকে লক্ষ্য করলে বীজ কম মার যাবে । আশা করি আপনি বুঝতে সক্ষম হয়েছেন যে কোন ধরনের ফুলের চারা নিলে মার যাওয়ার সম্ভাবনা খুবই কম।

ফুল গাছের নাম

ফুল গাছের নাম অনেকেই জানতে চাই এ জন্যই আজকে ফুল গাছের বিভিন্ন ধরনের নাম নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা ১২ মাসি ফুলের নাম ও ফুল চাষের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনেছি এখন জানবো কয়েকটি ভালো ভালো ফুল গাছের নাম সম্পর্কে
  • কদম ফুল
  • জবা ফুল
  • শাপলা ফুল
  • গোলাপ ফুল
  • গাঁদা ফুল
  • রজনীগন্ধা ফুল
  • শিউলি ফুল
  • বকুল ফুল
  • জুঁই ফুল
  • হাসনাহেনা ফুল
  • পদ্ম ফুল
  • ডিজিফুল
  • গেঁদা ফুল
ইত্যাদি আরো অনেক ধরনের ফুল রয়েছে। আমাদের বাড়ির বা অফিসের সৌন্দর্য দুই গুণ বৃদ্ধি করে তোলে। এই ফুলগুলো সচরাচর সব জায়গাতেই লক্ষ্য করা যায়।

টবে ফুল চাষ পদ্ধতি

দিন দিন ফুলের আগ্রহ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ফুলের দামও অনেক বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করছেন টবে ফুল চাষ পদ্ধতি । তাই আমরা এই পোস্টে আলোচনা করব টবে ফুল চাষ পদ্ধতি গুলো কি কি ও কিভাবে চাষ করলে বেশি ফুল ধরবে বা অনেকদিন থাকবে এই বিষয়গুলি নিয়ে । 

ফুল চাষ করার একটি জনপ্রিয় পদ্ধতি হলো টবে ফুল চাষ করা । চলুন তাহলে কিভাবে টবে ফুল চাষ করার পদ্ধতি রয়েছে জেনে নি ।
  • একটি আপনার প্রয়োজন অনুযায়ী মাটি টব নিন।
  • টবের ভিতরে ভালোভাবে উর্বর মাটি ভর্তি করে নিন।
  • কিছু উর্বর জাতীয় সার মিশিয়ে নিন যেমন ইউরিয়া, পটাশ, ডিএপি এই ধরনের।
  • বীজ রোপনের জন্য সঠিক বীজ নির্বাচন করুন।
  • এরপরে মাটির উপরে হালকা করে রোপন করে দিন।
  • কিছুটা পানি তার উপরে ছিটিয়ে দিবেন।
  • কয়েকদিন পরে যে আগাছা গুলো জন্ম নিবে সেগুলোকে তুলে ফেলবেন।
  • গাছ উঠার পর পরে অল্প অল্প করে পানি দিবেন।
  • গাছ বড় হওয়ার পরে সুন্দরভাবে যত্ন নেবেন।
  • টবটি এমন জ্বালাতে রাখবেন যেখানে পরিমাণে গাছে রোদ পাবে।
এই বিষয়গুলো আপনি লক্ষ্য করবেন ও সুন্দরভাবে পালন করবেন দেখবেন আপনার ফুলের গাছটি অনেক সুন্দর হবে এবং ফুলও অনেক বেশি ধরবে। আশা করি টবে ফুল চাষ পদ্ধতি গুলো কি কি আপনি বুঝতে পেরেছেন।

লেখকের মতামত

আমরা অনেকেই ফুল পছন্দ করি। কিন্তু ফুল চাষের সঠিক নিয়ম জানি না । এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে অবশ্যই আপনিও ফুল রোপন করতে পারবেন। এবং যে ১২ মাসি ফুলের নাম গুলো বলা হয়েছে এগুলো খোঁজ করলে দেখবেন গাছ পাওয়া যায় এ ফুলগুলোও অনেক সুন্দর ও অনেক
সুন্দর গন্ধ ছড়ায়।

আর যে বিষয়গুলি ফুল কেনার বা ফুলের গাছ কেনার সময় লক্ষ্য করতে বলা হয়েছে এ বিষয়গুলি লক্ষ্য করলে আপনি ভালো ছাড়াও কাজ কিনতে পারবেন।এই পোস্টটি পড়ে আপনি যদি উপকৃত হন তাহলে আপনার পরিচিত দের কাছে শেয়ার করুন এবং আপনার মূল্যবান কমেন্টটি করে আমাদেরকে জানিয়ে যান যে আপনার কেমন লাগলো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url