ধান কোন মাটিতে ভালো হয় এই সম্পর্কে বিস্তারিত তথ্য
প্রিয় পাঠক আজকে আলোচনা করব ধান কোন মাটিতে ভালো হয় । আসলে আমরা অনেকে জানিনা যে ধান কোন মাটিতে ভালো হয় , আবার আমরা অনেকে জানি যে কোন কোন মাটিতে ধান চাষ ভালো হয় । এ বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এই পোস্টে । ভিতর থাকবে যেগুলো বিষয়
তা হলো ধান কোন মাটিতে ভালো হয়, কোন মাটিতে চাষ ভালো হয় , বোরো ধান কোন ঋতুতে ভালো জন্মে , বিভিন্ন ধরনের ধানের জাত সমূহ ইত্যাদি এই ধরনের পরামর্শ প্রদান করা হবে । আপনি যদি ভালোভাবে মনোযোগ সহকারে এই পোস্টটি পড়েন।
তাহলে আপনার এই ধান চাষের উপর বা ধান কোন মাটিতে ভালো হয় এই ধরনের প্রশ্নের উপর যথাযথ জ্ঞান সম্পন্ন হতে পারবেন । তাই এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন । চলুন তাহলে বিস্তারিত জানা যাক
ধান কোন মাটিতে ভালো হয়
ধান কোন মাটিতে ভালো হয় এই বিষয়টি নিয়ে অনেকেই বিভ্রান্তির ভেতরে থাকেন । ধান চাষ করার জন্য ভালো মাটি দেখেশুনে নির্বাচন করতে হয় । ধান কোন মাটিতে ভালো জন্মায় এই বিষয়ে জানতে হলে জানতে হবে আগে কোন মাটি সবথেকে উর্বর বেশি। তাহলে আপনি বুঝতে পারবেন ধান কোন
মাটিতে ভালো হয় । দো-আঁশ মাটি চাষের জন্য সবচেয়ে ভালো সবথেকে ভালো বিবেচিত করা হয় । এঁটেল মাটিতেও চাষ করা জন্য ভালো তবে সেক্ষেত্রে জমিতে সব সময়ের জন্য পানি দেওয়ার ব্যবস্থা করে রাখতে হবে। কিন্তু বালুমাটিতে চাষ করা অনেক কঠিন কারণ এটি জল ধরে রাখতে পারে না।দো-
আঁশ মাটির বৈশিষ্ট্য হল এটিতে বালি, পলি ও কাদামাটির সমান অনুপাত থাকে। এটি পানি ধরে রাখতে পারে এবং শিকড়ের জন্য ভালোভাবে বাতাস চলাচল করতে পারে। এছাড়াও, দো-আঁশ মাটিতে বিভিন্ন
ধরনের পুষ্টি উপাদান থাকে যা অন্যান্য মাটিতে এই পরিমাণ থাকে না। ধান চাষ করার জন্য সবথেকে
ভালো: এঁটেল ও এঁটেল দো-আঁশ মাটি।তাহলে এই ছকটি পরে বুঝতে পারলেন যে ধান কোন মাটিতে ভালো হয় । আবারও একবার দেখে নিন যে ধান কোন মাটিতে ভালো হয় ,এঁটেল ও এঁটেল দো-আঁশ
মাটি। এই মাটিতে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয় ও ধানের ফলনও হয়ে থাকে । যার ফলে কৃষকরা অনেক লাভবান হয় । আশা করি আপনি বুঝতে সক্ষম হয়েছেন যে ধান কোন মাটিতে ভালো হয় ।
আরো পড়ুনঃলাল শাক চাষের পদ্ধতি কি কি
কোন মাটিতে চাষ ভালো হয়
কোন মাটিতে চাষ ভালো হয় এই বিষয়টিও অনেক দরকারি প্রয়োজনীয় প্রশ্ন । আসলে আমরা সবাই চাষ করি কিন্তু সবাই জানিনা যে কোন মাটিতে চাষ ভালো হয় । যেসব মাটিতে চাষ ভালো হয় সে মাটিতে ফসলের ভালো হয় । তাহলে চলুন জানা যাক যে কোন মাটিতে চাষ ভালো হয় । আপনি যদি এই পোস্টটি শুরু থেকে ভালোভাবে পড়ে আসেন তাহলে আপনাকে বুঝতে আরো সহজ হবে যার ফলে আপনি বুঝে যাবেন যে কোন মাটিতে চাষ ভালো হয় । চলুন তবে এর বিস্তারিত বিষয়গুলো জেনে আসি ।
বিভিন্ন ধরনের ফসল চাষের জন্য বিভিন্ন ধরনের মাটির তালিকা
- গম কম চাষ করার জন্য সব থেকে ভালোমতোই: সুনিষ্কাশিত দো-আঁশ মাটি।
- আলু চাষের জন্য সবথেকে ভালো মাটি: দো-আঁশ বা বেলে দো-আঁশ মাটি।
- পাট চাষ করার জন্য সবথেকে উপযোগী হল পলিমাটি।
- সরিষা চাষের জন্য দো-আঁশ মাটি সবথেকে ভালো।
- বেগুন চাষ করার জন্য দো-আঁশ বা বেলে দো-আঁশ মাটি সবথেকে ভালো মনে করা হয় ।
- অতিরিক্ত টমেটো ফলনের জন্য দো-আঁশ বা বেলে দো-আঁশ মাটি এই মাটি গুলো সব থেকে ভালো
আরো অনেক বিভিন্ন ধরনের ফসল রয়েছে যা চাষ করার জন্য যেকোনো মাটি প্রযোজ্য । কিন্তু আমাদের দেশের কয়েকটি প্রধান প্রধান ফসল রয়েছে যেমন ধান, গম ,আলু , ভুট্টা , পাঠ ইত্যাদি মানুষ যেগুলোকে সোনালী আঁশ বলা হয়। এই ধরনের ফসল ফলানোর জন্য ওই মাটি গুলোতে সবথেকে বেশি
জন্মে । তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আলুর চাষের জন্য বা বিভিন্ন ফসল চাষ করার জন্য সবথেকে ভালো মাটি কোনগুলো । আর ধান কোন মাটিতে ভালো হয় এই বিষয়গুলো ভারতে এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছেন । আশা করি আপনার মনে আর কোন সন্দেহ নেই যে ধান কোন মাটিতে ভালো হয় এবং কোন মাটিতে চাষ করা সব থেকে উপকারী ও ভালো ।
বোরো ধান কোন ঋতুতে হয়
বোরো ধান কোন ঋতুতে হয় এটা জানার অনেকের ইচ্ছা প্রকাশ করেন । তার আগে জানতে হবে যে ধান কোন মাটিতে ভালো হয় । কিন্তু এই বিষয়ে আমি এর আগে আলোচনা করেছি তাই ধান কোন মাটিতে ভালো হয় এ বিষয়টি নিয়ে আর আলোচনা করছে না । চলুন তাহলে জানা যায় যে বোরো ধান
কোন ঋতুতে হয় ।বোরো ধান সাধারণত হেমন্তকাল থেকে শুরু করে গ্রীষ্মকাল পর্যন্ত মাঠে থাকে বা এই ঋতুতে হয় । হেমন্তকাল (অক্টোবর-নভেম্বর) মাসে বোরো ধানের চারা রোপণ করা হয়। ডিসেম্বর-জানুয়ারি মাসে বা শীতের ভিতরে বোরো ধানের চারা দ্রুত বৃদ্ধি পায়। বসন্তকাল (ফেব্রুয়ারি-মার্চ) মাসে
বোরো ধানর ফুল ফোটেতে শুরু করে। গ্রীষ্মকাল (এপ্রিল-জুন) মাসে বোরো ধানের মাথা আস্তে আস্তে হলুদ হতে শুরু করে যা কয় দিন পর পেকে যায় । এমন ধানের মৌসুম যখন শেষ হয়ে যায় তখন থেকে বোরো ধানের মৌসুম শুরু হয় । তাই পরিশেষে বলা যেতে পারে যে বোরো ধান শীতকালীন মৌসুমের ধান যা গ্রীষ্মকালে পেকে যায়।
ধানের জাত সমূহ
ধানের জাত সমূহ জানা অত্যন্ত জরুরি কারণ হচ্ছে ভালো ফসল করানোর জন্য ভালো বীজ প্রয়োজন । সেজন্য ধানের জাত সমূহ জানাটাও প্রয়োজন । ধানের জাত সমূহ যদি ভালো না হয় তাহলে ফসলের ভালোবাসা করা যায় না । বাংলাদেশের সাধারণত তিনটি মৌসুম রয়েছে ধান চাষের জন্য । এই তিনটি
মৌসুমীর জন্য রয়েছে তিনটি প্রধান ধানের জাত সম্ভব যা আপনার ফসল কে আরও বেশি উৎপাদন করতে সাহায্য করে ।আউশ ধানের বিভিন্ন ধরনের বিশ্লেষণ করা হলোঃ আউশ ধান বর্ষাকালীন ধান। এটি সাধারণত বাংলা জ্যৈষ্ঠ (মে-জুন) মাসে বপন করা হয় এবং বাংলা ভাদ্র (আগস্ট-সেপ্টেম্বর) মাসে
কাটা হয়। আউশ ধানের উচ্চতা সাধারণত ৫০-৬০ সেমি হয় এবং এর জীবনকাল ১০০-১২০ দিন। আউশ ধানের ফলন সাধারণত হেক্টর প্রতি ৩-৫ টন।আমন ধানের বিভিন্ন ধরনের বিশ্লেষণ করা হলো আমন ধান আষাঢ়-শ্রাবণ (জুলাই-আগস্ট) মাসে বপন করা হয় এবং কার্তিক-অগ্রহায়ণ (অক্টোবর-
ডিসেম্বর) মাসে কাটা হয়। আমন ধানের উচ্চতা সাধারণত ৬০-৭০ সেমি হয় এবং এর জীবনকাল ১২০-১৪০ দিন। আমন ধানের ফলন সাধারণত হেক্টর প্রতি ৪-৬ টন।বোরো ধান: বোরো ধান শীতকালীন ধান। এটি সাধারণত বাংলা কার্তিক (অক্টোবর-নভেম্বর) মাসে বপন করা হয় এবং বাংলা বৈশাখ (এপ্রিল-
জুন) মাসে কাটা হয়। বোরো ধানের উচ্চতা সাধারণত ৭০-৮০ সেমি হয় এবং এর জীবনকাল ১৪০-১৬০ দিন। বোরো ধানের ফলন সাধারণত হেক্টর প্রতি ৭-৯ টন।এই তিনটি ধানের জাত বাদে আরো অনেক ধরনের ধানের জাত রয়েছে চলুন তাহলে ওগুলো কি কি জেনে নিন ।
- উর্বর ধান: উর্বর ধান হলো উন্নত জাতের ধান যা উচ্চ ফলন দেয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বিভিন্ন ধরনের উর্বর ধানের জাত উদ্ভাবন করেছে।
- রোগাক্রান্তি ধান: রোগাক্রান্তি ধান হলো এমন জাতের ধান যা বিভিন্ন রোগের প্রতি প্রতিরোধী। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বিভিন্ন ধরনের রোগাক্রান্তি ধানের জাত উদ্ভাবন করেছে।
- আগাছা প্রতিরোধী ধান: আগাছা প্রতিরোধী ধান হলো এমন জাতের ধান যা আগাছার প্রতি প্রতিরোধী। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বিভিন্ন ধরনের আগাছা প্রতিরোধী ধানের জাত উদ্ভাবন করেছে।
- ক্ষতিকারক পোকামাকড় প্রতিরোধী ধান: ক্ষতিকারক পোকামাকড় প্রতিরোধী ধান হলো এমন জাতের ধান যা ক্ষতিকারক পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পায়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকামাকড় প্রতিরোধী ধানের জাত উদ্ভাবন করেছে।
আমাদের দেশের সচরাচর এই ধানগুলোই বেশি উৎপাদন হয় । এছাড়াও আরও বিভিন্ন ধরনের জাত রয়েছে যা বলে বোঝানো একবারও অসম্ভব ধরনের মনে করা হতে পারে । এই ধানগুলো চাষ করার জন্য ঠিক একই মাটি ব্যবহার করতে পারেন ।
লেখকের মতামত
আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে থাকে । এর কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ বেশি প্রধান দেশ। । তাই আমাদের জানা অত্যন্ত জরুরী যে ধান কোন মাটিতে ভালো হয় । বা কোন কোন মাটির ধানের জন্য খুবই উপকারী । কোন মাটিতে ভালোভাবে ও অধিক পরিমাণে ধান চাষ হয় এই
বিষয়টি নিয়ে আমাদের পুরো জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি । এই পোস্টটি পড়ে একটু হলেও বুঝতে পেরেছেন যে ধান কোন মাটিতে ভালো হয় ইত্যাদি । এটা আমাদের একা নয় বরং সবাইকে বা সবারে জানা উচিত যে ধান কোন মাটিতে ভালো হয় বা জন্ম । এছাড়াও বোরো ধান কোন সময় লাগানো হয়
বাকোন সময় তাকে এই বিষয়টি আপনাদের সম্পূর্ণ ধারণা দিতে পেরেছি । ও ধানের জন্য কোন কোন মাটি মাছ চাষ করার জন্য কোন কোন মাটির সবথেকে ভালো এই বিষয়েও ধারণা দিতে পেরেছি ।এই পোস্টটি পড়ে আপনি যদি উপকৃত হন তাহলে আপনার পরিচিত দের কাছে শেয়ার করুন এবং আপনার মূল্যবান কমেন্টটি করে আমাদেরকে জানিয়ে যান যে আপনার কেমন লাগলো।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url