জেনে রাখুন ১ মাসে চুল ঘন করার গোপন উপায় সম্পর্কে বিস্তারিত টিপস

১ মাসে চুল ঘন করার গোপন উপায়প্রিয় পাঠক বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন ঘোরে কিভাবে চুল ঘন করা যায় কি করলে ১ মাসের মধ্যে চুল ঘন হবে । এই ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে । আশা করি সবাই ভাল আছেন আমিও ভাল আছি । এই ডিজিটাল যুগে বিভিন্ন ধরনের প্রোডাক্টস ব্যবহার করার ফলে চুল 

জেনে-রাখুন-১-মাসে-চুল-ঘন-করার-গোপন-উপায়-সম্পর্কে-বিস্তারিত-টিপস
পাতলা ও রুস্কো খুশকো এবং প্রাণহীন হয়ে পড়ছে । এ থেকে মুক্তি পাওয়ার জন্য যে সকল উপায় গুলো বা টিপসগুলো দেয়া হবে আপনি যদি ফলো করেন তাহলে এক মাসের মধ্যে আপনার নিজের ফলাফল নিজে বুঝতে পারবেন। তবে জেনে নেয়া যায় কি কি টিপস রয়েছে চুল ঘন করার ।

চুল ঘন করার উপায়

চুল ঘন করার বিভিন্ন ধরনের টিপস নিয়ে আলোচনা । মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায় চুলে আর সেই চুলে যদি হয় প্রাণহীন তাহলে কেমন হয় তাই না । এই সময়ে এসে প্রায় শতকরা ৮০%মানুষই চুলের সমস্যায় ভুগছেন । এর একমাত্র কারণ হলো বিভিন্ন ধরনের শ্যাম্পু ও সাবান দেওয়ার ফলে । একটি গবেষণায় 

দেখা গিয়েছে যারা নিয়মিত শ্যাম্পু ব্যবহার করে তাদের জন্য ধীরে ধীরে উঠে যাচ্ছে ও প্রাণহীন হয়ে পড়ছে । এর ভিতরে হয়তো আপনিও একজন যে চুলের সমস্যায় ভুগছেন । কিন্তু চুল ভালো করার রয়েছে অনেক ধরনের উপায় । বাজারেও পাওয়া যাচ্ছে অনেক ধরনের চুল ঘন করা ও লম্বা করার জন্য 


।এর থেকে ঘরোয়াটি অবলম্বন করে ভালো । চলুন তবে জেনে নেয়া যাক চুল বড় করার ও ঘন করার উপায় ।
  • নিয়মিত চুল পরিষ্কার করুন ।
  • চুলে কন্ডিশনার ব্যবহার করতে পারেন ।
  • সিল্কের বালিশ ঘুমানোর সময় ব্যবহার করবেন ।
  • জোরে জোরে চুল আঁচড়াবেনা, অনেকেই দেখা যায় গোসল করার পরে চুল জোরে জোরে ভেজা অবস্থায় আঁচড়াতে শুরু করে । এটা একদমই করা যাবে না । আলতো হাতে আস্তে আস্তে আচড়াবেন ।
  • নিয়মিত ভালোভাবে স্টিম করুন ।
  • ঘরোয়া হেয়ার প্যাক ব্যবহার করুন ।
  • পর্যাপ্ত পরিমাণ চুলের যত্ন নিন ।
  • চুলে নিয়ে অনুযায়ী তেল দেয়া ।
  • চুলকে ভালোভাবে শুকানো ।

আরো পড়ুনঃ চুলের জন্য পেঁয়াজের অপকারিতা

এই ধরনের কাজ করলে দেখবেন অটোমেটিক আপনার চুল বৃদ্ধি পেতে ও ঘন হতে শুরু করেছে । এবং এর থেকে ভালো ফলাফল পাবেন । আশা করি বুঝতে পারছেন কি কি করলে আপনার চুলের জন্য ভালো ও চুল ঘন হবে এছাড়াও আরো বিস্তারিত জানতে পুরো কনটেন্টি করতে থাকুন ।

১ মাসে চুল ঘন করার উপায়

১ মাসে চুল ঘন করার উপায় কি এটি সবাই জানতে চায় । আসলে কি এক মাসের চুল বড় ও ঘন করা সম্ভব । হ্যাঁ সম্ভব যদি নিয়ম অনুযায়ী টিপস গুলো ফলো করেন । চুল হলো একটি মানুষের সুন্দর্য। প্রত্যেকটি মানুষেরই ঘন কালো ও লম্বা চুল অনেক পছন্দ । বিশেষজ্ঞদের মতে এক বছরের চুল লম্বা হয়

১২ থেকে ১৫ সেমি। এটি মানুষ দেখে বৃদ্ধি দিয়ে দ্বিতীয় স্থানে আছে চুল । এটি বিভিন্ন জেলার বিভিন্ন ধরনের হয়ে থাকে জন্মের সময় কারো হয় ঘনি চুল আবার কারো হয় পাতলা চুল । এই পাতলা চুল হওয়ার কারণ হতে পারে বংশগত দিক থেকে । এই পাতলা ও খাটে চুল ঘন ও লম্বা করে বিষয়গুলো নিয়ে

আজকের এই পোস্টটি সাজানো হয়েছে চলো তবে জেনে নেই কি করলে চুল ঘন হবে লম্বা হবে। চুল ঘন করার ক্ষেত্রে প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন যে যেমন
  • এলোভেরা।
  • ভিনেগার।
  • হেনা।
  • আমলকি।
  • নারকেল তেল।
  • দুধ।
  • পেঁয়াজের রস ।
  • ডিম।
  • ভালোভাবে চলে যত্ন নেওয়া ।
  • চুলে হিট দেয়া যাবে না ।
ইত্যাদি এ ধরনের বিষয়গুলো করতে অতুলনীয় গুরুত্বপূর্ণ । এর সাথে চুল পড়াও রোধ করে এর পাশাপাশি নতুন চুল বাধাতে শুরু করে । এগুলো যদি আপনি নিয়মিত ভাবে ব্যবহার করেন দেখবেন আপনার চুল আগে থেকে অনেক উন্নত হতে শুরু করেছে । যারা ওদের উপর চলে হিট দেয় তাদের চুল 

দেখা যায় নিস্তেজ ও প্রাণহীন হয়ে পড়ে এ ধরনের কাছ থেকে বিরত থাকা লাগবে । এগুলোর পাশাপাশি চুলে নিয়মিত তেল দিবেন সপ্তাহে দুই থেকে তিন দিন দেখবেন চুল দ্রুত বৃদ্ধি হচ্ছে ও ঘন হচ্ছে এছাড়াও আমলকি জবা ফুল ভেঙ্গারাজের মত উপাদান দিয়ে যেসব তেল তৈরি করা হয় এগুলো মাথায় দিলেও 

সহজে ও তাড়াতাড়ি চুল বৃদ্ধি করতে সাহায্য করে । এই জিনিসগুলো আপনি নিয়মিত ব্যবহার করবেন দেখবেন আপনার ফলাফল আপনি পেয়ে যাবেন এক মাসের মধ্যে । ভুল করে এর মধ্যে চলে হিট দেবেন না । আশা করি বুঝতে পারছেন ।

চুল ঘন করার ঔষধের নাম

চুল ঘন করার ওষুধ ব্যবহার করে অনেক মহিলার চুল ঝরে যায় পেকে যায় আদ্রতা হীন হয়ে পড়ে । যেখানে মেয়েদের চুলে তার সৌন্দর্য মনে করা হয় সেখানে যদি চুরি না থাকে তাহলে বিষয়টা কেমন হবে । এজন্য অনেকেই চিহ্নিত ও চেহারা হয়ে পড়ে । বিভিন্ন ধরনের হারবাল প্রসাধন ব্যবহার করে দেখা 

যাচ্ছে আরও বেশি ক্ষতি করে ফেলছেন এজন্য বিভিন্ন ধরনের অপক্ষনীয় ওষুধ বা মেডিসিন মাথায় না দেয়াই ভালো এতে করে চুলের সঙ্গে সঙ্গে আরও অন্যান্য বড় ধরনের ক্ষতি হতে পারে এ থেকে সাবধান থাকতে হবে । বিভিন্ন ধরনের চুলের ওষুধ না ব্যবহার করে প্রাকৃতিক ও ঘরের নিয়মে ব্যবহার করা তো 

মনে করি । এর কারণ হচ্ছে পিয়াজ বাটা বা ডিম , টক দই , ইত্যাদি এ ধরনের যাবতীয় প্রশাসনে দিয়ে চুলের জন্য একটি প্যাক তৈরি করুন আর ব্যবহার করতে থাকুন ইনশাআল্লাহ উপকার হবে । এবার চলুন চুল ঘন করার ঔষধের নাম জেনে নিন ।
  • গুডরেজ, চুল পেকে গেছে এটি ব্যবহার করলে চুল কালো করতে সাহায্য করে ও চুলের ফ্রানহীনতা দূর করতেও সাহায্য করে ।
  • পিআরপি , এটা ১০০% কার্যকারিতা না তবে যাদের মাঝামাঝি ধরনের চুল রয়েছে বা চুল ঝরছে তারা যদি এটা দেয় মোটামুটি ভালো ধরনের একটা ফিডব্যাক পাবে আশা করা যায় । তবে ডাক্তারদের পরামর্শ নেয়া উচিত ।
  • কর্টিকোস্টেরয়েডস ,এই যে আপনার মাথায় নতুন চুল গজাবে ও চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে ।
  • ফিনাস্ট্রাইড , এটিও আপনার মাথায় চুল গলাতে সাহায্য করবে ও চুল পড়া বন্ধ করবে ।
  • টোকো, এটি আপনার চুল পড়া অভাবে ও নতুন গলাতে সাহায্য করে
অনেক ধরনের ওষুধ আছে যা আমাদের বাজারে পাওয়া যায় । কিন্তু এই ওষুধ খেয়ে কোন ভালো ফলাফল পাওয়া সম্ভব নয় কয়েকটি কারণের ফলে । এই কারণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি যতই ওষুধ খান না কেন আপনার চুল পড়া বন্ধ হবে না ও নতুন চুল গজাবে না এটি প্রমাণিত। কারণ গুলি হল
  • খাদ্যাভ্যাস ঠিক না রাখা ।
  • অতিরিক্ত চিন্তা করা ।
  • মানসিক চাপ নিয়ন্ত্রণ না করতে পারা ।
  • অতিরিক্ত রাগের কারণেও চুল পড়ে।
  • বিভিন্ন রোগের কারণে ।
  • বংশজনিত কারণে ।
  • আপনার বংশে যদি কারো চুল পড়া থাকে তাহলে এটি আপনারও হতে পারে ।
  • চুলের নির্দিষ্ট বয়স হয়ে গেলে জোর করা শুরু হয় ।
ইত্যাদি এই ধরনের সমস্যা গুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার চুল পড়া বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম । তবে আপনি চাইলে হেয়ার প্লান্ট করতে পারে ,।এটি এক ধরনের চুলের ব্যায়াম এটিও কার্যকরী তা রয়েছে । আরেকটি কাজ আপনার মাথায় চুল পড়ে গেছে সেজন্য যত্ন কমিয়ে 

দিচ্ছেন তা কিন্তু হবে না । যেটুকু আছে পটভূমি ভালোভাবে যত্ন করুন ওখান থেকে চুল আবারো জন্ম নিবে । পদার্থ পরিমাণের তেল মাথায় দিতে হবে । এগুলো করলে দেখবেন আস্তে আস্তে আপনার মাথায় চুল আবার আগের মত হয়ে গেছে ।

এলোভেরা দিয়ে চুল ঘন করার উপায়

এলোভেরা দিয়ে চুল ঘন করার উপায় গুলো জেনে নিন । নতুন চুল গজাতে এলোভেরার কোন জুড়ি নেই ।এলোভেরাতে রয়েছে প্রচুর পরিমাণে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের চুলের জন্য প্রচুর উপকারী । এলোভেরার মধ্যে যেসব উপকারি উপাদান রয়েছে ভিটামিন, মিনারেল ,অয়ন ইত্যাদি যা 

আমাদের চুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।এই অ্যালোভেরা কেজেল বানিয়ে মাথায় ব্যবহার করলে চুল পড়া রোধ হয় । ও নতুন চুল গজাতে শুরু করে । এখন কি করে ব্যবহার করবেন সেটা জেনে নিন ।
  • এলোভেরা ও টক দই একসঙ্গে মিক্সড করে ব্যবহার করুন ।
  • নারিকেল তেল ও অ্যালোভেরা মিক্সড করতে পারেন ।
  • এলোভেরা ও লেবুর রস মিক্স করুন ।
  • ডিম ও অ্যালোভেরা মিক্সড করুন ।
  • অ্যালোভেরা ও মেথি মিক্সড করে ব্যবহার করলে খুব দ্রুত চুল বৃদ্ধি পায় ।
  • মেথি ও অ্যালোভেরা যুক্ত করুন ব্যবহার করুন ।
এই ধরনের পদ্ধতি আপনিও যদি অবলম্বন করেন তাহলে এলোভেরা আর এলোভারের সঙ্গে যে সকল জিনিসগুলো ব্যবহার করবেন। এগুলো ব্যবহার করলেই আপনার চুল পড়া বন্ধ হবে ও নতুন চুল গজাতে শুরু করবে এবং চুলকে আরো ঘন করে তুলবে । চুল হবে আগের থেকে কালো । আশা করি বুঝতে পেরেছেন এলোভেরা দিয়ে কিভাবে চুল ঘন করার উপায় ও কি করলে চুল বেশি বৃদ্ধি পাবে ।

লেখকের মতামত

আমাদের দেশের প্রত্যেকটি মানুষের চুলের সমস্যা নিয়ে ভুগছেন । যা আমাদের নানান জায়গায় শরমের বিষয়ে হয়ে পড়ে । এ থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের হারবাল প্রসাধনী ব্যবহার করে । যার ফলে চুলের উন্নতি থেকে অবনতি বেশি দেখা দেয় । এই ধরনের হারবালে ওষুধ বা কোন মেডিসিন 

মাথায় না দেয়াই উত্তম । ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে তার থেকে বেশি ফলাফল পাওয়া যায় । তার জলন্ত উদাহরণ অ্যালোভেরা । এই এলোভেরা সাথে আপনি যদি যে প্যাক গুলোর কথা বলা হয়েছে এগুলো করলেই আপনার চুল এক মাসের মধ্যেই ভালো হয়ে উঠবে আর আপনি তার নিজেই দেখতে 

পারবেন । এই পোস্টটি পড়ে আপনি যদি উপকৃত হন তাহলে আপনার পরিচিত দের কাছে শেয়ার করুন এবং আপনার মূল্যবান কমেন্টটি করে আমাদেরকে জানিয়ে যান যে আপনার কেমন লাগলো ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url