আপনি জানেন কি পুরুষদের জন্য অ্যালোভেরার উপকারিতা কি কি
অ্যালোভেরা মুখে মাখলে কি হয়প্রিয় পাঠক আজকে আলোচনা করব একটি জনপ্রিয় গাছ নিয়ে । গাছটির নাম হল অ্যালোভেরা, এই অ্যালোভেরা সম্পর্কে অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন । প্রশ্নগুলোর যেমন হয় পুরুষদের জন্য অ্যালোভেরার উপকারিতা গুলো কি কি , অ্যালোভেরা খেলে কি মিলবে ভালো ধরনের উপকার না
হতে পারে ক্ষতি , এলোভেরা কি ওজন কমাতে সহায়তা করে এই ধরনের বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছে আশা করি এই পুরো পোস্টটি পড়লে সবগুলো জানতে পারবেন । চলুন তাহলে জেনে যাক অ্যালোভেরা সম্পর্কে ।
পুরুষদের জন্য অ্যালোভেরার উপকারিতা
আরো পড়ুনঃ চুলকানিতে নিম পাতার ব্যবহার
ছেলেরা যদি তার ত্বকের ও চুলের যত্ন করতে চাই তাহলে এলোভেরা ব্যবহার করতে পারে এতে করে বাড়বে আরো সুন্দর্য ও চুল হবে প্রফুল্ল ময় । এবং যারা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় বলে তার ক্ষেত্রে এলোভেরা গুরুত্ব অপরিসীম । যাদের দুর্বল শরীর তারা যদি নিয়মিত অ্যালোভেরার জুস বানিয়ে
খায় তাদের জন্য খুব উপকারী । আবার যাদের যৌন ক্ষমতা হ্রাস পায় এগুলো করার ইচ্ছা ক্ষমতা কমে যায় । এ ধরনের সংখ্যা থেকেও মুক্তি পেতে পারেন এলোভেরা খাওয়ার মাধ্যমে । এই ঘটনাটি শুধু পুরুষের ক্ষেত্রে নয় মহিলারাও যদি এরকম ধরনের বিপদে পড়ে তাহলে এলোভেরা সঙ্গে আরো কিছু প্রাকৃতিক ঔষধি গাছ মিশিয়ে জুস বানিয়ে খেলে মিলবে উপকারিতা ।
অ্যালোভেরা মুখে মাখলে কি হয়
গরমের সময় দেখা যায় অনেক মানুষের ঘামের জন্য মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায় । অতিরিক্ত ঘামের হলেও এ ধরনের সমস্যা বেড়ে যায় । এর ফলে আপনি যা করতে পারেন তা হলো এলোভেরা ব্যবহার করতে পারেন । এতে মিলবে আপনার মুখের জন্য পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক উপাদান ও তার সঙ্গেআসবে মুখে আগের থেকে বেশি সজীবতা । এলোভেরার জেল কে আপনি বরফ বানিয়ে মুখে ঘষতে পারেন । এর ফলে আপনার মুখে বা ত্বকে রুমকূপ সংকুচিত করে এবং পুষ্টি জগতে সাহায্য করে । গ্রীষ্মকাল এলে দেখা যায় ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় বিশেষ করে ত্বকের তেলতেলে হয় এর
ফলে সৃষ্টি হয় যা আমাদের মুখে একদমই বাজে অবস্থা করে ফেলে । এই ক্ষেত্রে আমাদের করতে হয় বিভিন্ন ধরনের ত্বকের যত্ন যা প্রতিদিন নিয়মিত করা সম্ভব হয়ে ওঠেনা সময়ের কারণে । এর ফলে ব্যবহার করতে পারেন মুখে এলোভেরা আইস । যা আপনার ত্বককে অল্পতেই অনেক ধরনের উপকার
করবে । বিশেষজ্ঞদের গবেষণা মতে ত্বকের উপরে বরফ ঘসলে বিভিন্ন ধরনের উপকারিতা পাওয়া যায় যেমন রক্ত চলাচল বৃদ্ধি পায় তাকে ঠান্ডা রাখতে সাহায্য করে এর ফলে তোকে তেলতেলে ভাব কম আসে ইত্যাদি । তাই বিভিন্ন পার্লারের বা ত্বকের সেবা দেয় এমন কোন জায়গাতে দেখা যায় এলোভেরা ।
এর কারণ হচ্ছে তোকে এলোভেরা জেল দিলে বৃদ্ধি পায় ম্যাট ফিনিশ ত্বকের উজ্জ্বলতা । এ ক্ষেত্রে এলোভেরা ত্বকে ব্যবহার করার কোন জুড়ি নেই ।
অ্যালোভেরার উপকারিতা
বহু যুগ আগ থেকে এই অ্যালোভেরা ব্যবহার হয়ে আসছে । কেউ ব্যবহার করছে রূপচর্চার জন্য আবার কেউ ব্যবহার করছে খাওয়ার উপকারিতা পাওয়ার জন্য আবার কেউ ব্যবহার করছে রোগ প্রতিরোধের জন্য । আসলে এই এলোভেরা রয়েছে অনেক ধরনের গুণাবলী । যা আমরা বিভিন্নভাবে এলোভেরা থেকে উপকৃত হচ্ছে । অ্যালোভেরা থেকে আমরা যে সকল উপকারগুলো পেয়ে থাকি তার বর্ণনাগুলো দেওয়া হলোঃ- ত্বকের আদ্রতা রক্ষার জন্য এলোভেরা ব্যবহার করা হয়ে থাকে । যাদের ত্বকে প্রচুর পরিমাণে দাগ ও ব্রণ রয়েছে তারা বিশেষ করে এই অ্যালোভেরা আইস ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন।
- ওজন কমাতে এলোভেরা অত্যন্ত উপকারী । যারা অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত তারা যদি এলোভেরা টি নিয়মিত নিয়ম অনুযায়ী খান তাহলে শরীরের ওজন কমতে সাহায্য করে । প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল পাওয়া যায় এলোভেরাতে এর ফলে ওজন কমতে সাহায্য করে ।
- যাদের অতিরিক্ত চুল ঝরে যায় তারা যদি এটি পেস্ট করে ডিমের সঙ্গে মিশিয়ে মাথায় ব্যবহার করে তাহলে চুল পড়া কমবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে ।
- রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে। যাদের ডায়াবেটিস জনিত সমস্যায় নিয়ে ভুগছে তারা যদি এলোভেরা জুস বানিয়ে পান করে তাহলে ভালো ফলাফল পাবে ।
অ্যালোভেরা খাওয়ার অপকারিতা
এলোভেরা খাওয়া যেরকম উপকারিতা রয়েছে ঠিক তেমনি ক্ষতিকর দিকগুলো রয়েছে । তা আমরা এখন জানব । এক গবেষণায় দেখা গিয়েছে এলোভেরাতে এন্টিবায়োটিকের প্রভাব রয়েছে প্রচুর পরিমাণে । এছাড়াও আরো দেখা গিয়েছে এই উদ্ভিদের পাতায় রয়েছে ২০ রকমের খনিজ পদার্থ এবংমানবদেহে যে ধরনের এসিডের প্রয়োজন সেগুলো এতে বিদ্যমান রয়েছে ।
বিশেষজ্ঞদের মতে এই এলোভেরা তখনই নিরাপদ হবে যখন কেউ ডেকে ওষুধ বা জেল হিসাবে ত্বকে বা চামড়ায় ব্যবহার করবে । কিন্তু প্রাকৃতিক উপাদানে যে হলুদ রঙের রাসায়নিক পদার্থ বের করা হয় যাকে বলা হয়ে থাকে 'অ্যাঁলো লেটেক্স’ এই ক্ষতি করার রাসায়নিক টি থাকে । যা আমাদের শরীরের জন্যই খুবই ক্ষতিকর । এই ক্ষতিকার রাসায়নিকের জন্যই হতে পারে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি ।
যেমন ডায়রিয়া , কিডনি সমস্যা , দ্রুত ওজন কমে , পৌঁছাবে রক্ত , বেশি দুর্বলতা , গরমে বাঁচতে নষ্ট হয়ে যেতে পারে এই ধরনের ভয়াবহ রোগের সৃষ্টি হতে পারে আপনার । তাহলে বুঝতে পারলেন যে এলোভেরা খাবার ফলে আপনার দেহে কি কি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাই সবাইকে সচেতন করা অনেক জরুরি ।
চুলের যত্নে অ্যালোভেরার উপকারিতা
চুলের যত্নে এলোভেরার উপকারিতা গুলো কি কি । এ বিষয়ে নিয়ে অনেকেই জানতে চায়। চুল ঝরে যাওয়া ও চুল অল্প বয়সে পেকে যাওয়া এই ধরনের সমস্যা নিয়ে প্রায় প্রত্যেকটি মানুষের এখন ভোগান্তি পোচ্ছে । এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এলোভেরা অত্যন্ত উপকারী । তাহলে জেনে আসিঅ্যালোভেরার উপকারের গুণগুলো কি কি ।এলোভেরা চুলে যত্নে অনেক কার্যকরী ভূমিকা পালন করে । যারা চুল পড়া নিয়ে চিন্তিত বা তাদের জন্য এলোভেরার জেল খুবই কার্যকারী । এলোভেরা দিয়ে যে তেল তৈরি হয় তা আপনাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । যেমন চুল পড়া কমায় ,
চুলের আদ্রতা ধরে রাখতে সাহায্য করে , চুল ঘন করতে সাহায্য করে , চুল আগের তুলনায় অনেক কালো করে , চুলের গোড়া মজবুত করে ইত্যাদি এধরনের উপকারিতা গুলো পাওয়া যায় এলোভেরা তেল থেকে । আবার সেম পদ্ধতি যারা এলোভেরা তেল পাচ্ছেন না তাদের জন্য । অ্যালোভেরার পাতা নিয়ে
তা থেকে জেল বের করে নিয়ে ডিমের সঙ্গে মিশিয়ে মাথায় লাগান দেখবেন আপনার যে সকল সমস্যা রয়েছে তা থেকে মুক্তি পাবেন । চুলকে করবে ঘন ও চলে যাদের প্রচুর পরিমাণ খুশকি রয়েছে তারা ভালো ফলাফল পাবেন এবং খুশকি ও দূর হবে । এই পদ্ধতিটি আপনি প্রতি সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করবেন । দেখবেন খুব তাড়াতাড়ি আপনি ভালো ফলাফল দেখতে পাবেন ।
লেখকের মতামত
যাদের মাথায় চুল ঝরে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে তারা এই অ্যালোভেরা জেল টি ব্যবহার করতে পারে নিশ্চিন্তে । আবার যারা বেশি অতিরিক্ত ওজন নিয়ে ভোগান্তিতে রয়েছেন তাদের জন্য এই অ্যালোভেরা খুবই উপকারী যা আপনাকে ওজন কমাতে সাহায্য করবে । কিন্তু এই এলোভেরা খাওয়ার জন্য রয়েছেযেমন উপকারী দিক ঠিক তেমনি ক্ষতিকর দিক। আশা করি পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন আপনার এলোভেরা খেলে কি কি ক্ষতি হতে পারে । এক্ষেত্রে যে কোন জিনিস ব্যবহার করার আগে তা সম্পর্কে ভালো জ্ঞান নেওয়ারটাই অতি উত্তম । যেন পরে পোহাতে না হয় ভয়াবহ সমস্যা । ক্ষেত্রে আপনাকে
নিজের সচেতন হতে হবে এবং অন্যদেরকেও সচেতন করার চেষ্টা করতে হবে ।এই পোস্টটি পড়ে আপনি যদি উপকৃত হন তাহলে আপনার পরিচিত দের কাছে শেয়ার করুন এবং আপনার মূল্যবান কমেন্টটি করে আমাদেরকে জানিয়ে যান যে আপনার কেমন লাগলো ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url