গাছ লাগানর উপকারিতা

 প্রিয় পাঠক আপনি হয়তো গাছ গাছ লাগানর উপকারিতা কি কি এই বিষয়ে জানতে চাচ্ছেন।এই নিয়ে হয়তো আপনার মনে নানা রকমের প্রশ্ন ঘোরাফেরা করছে। আশা করি এই পোস্টটি পড়ার পরে আপনার মাথায় বা মনের যত রকমের প্রশ্ন ছিল এটা পরিষ্কার হয়ে যাবে গাছ লাগানো আসলে এটাগাছ লাগানর উপকারিতা কি কিএকটি ভালো গাছ আমাদের পরম বন্ধু। গাছ থেকে আমরা অনেকভাবে উপকৃত হয়ে থাকি ঘর সাজানো থেকে শুরু করে। আমাদের বেঁচে থাকার জন্য এই গাছের গুরুত্ব অপরিসীম সে জন্য গাছ লাগানোর গুরুত্ব বলে বোঝানো সম্ভব নয়।

ভূমিকা

গাছ হলো মানুষ ও প্রকৃতির বন্ধু। গাছ থেকে আমরা নানা রকম ভাবে সাহায্য পাই বা উপকার পেয়ে থাকি। যেমন খাদ্যবস্ত বাসস্থান অক্সিজেন ঔষধ ইত্যাদি এগুলো আমরা সবই গাছ থেকে পেয়ে থাকি। এছাড়াও গাছের আরো অনেক উপকারী দিক রয়েছে যা আমরা সবাই লক্ষ করি না। পৃথিবীতে গাছ

আছে বলে এখনো পৃথিবীতে মানুষ বসবাস করতে পারছে। পৃথিবীতে যদি কোন গাছ না থাকতো তাহলে মানুষ বসবাস করতে পারত না। তাই এভাবে গাছের উপকারিতা কত তা বলে শেষ করা যাবে না। কিন্তু এখন নগরায়নের জন্য আমাদের আশেপাশের গাছ কেটে ফেলা হচ্ছে ফলে ধীরে ধীরে পৃথিবীতে গাছের

সংখ্যা কম হয়ে আসছে এতে পৃথিবী ও পৃথিবীর মানুষ করতে পারে এক বড় ধরনের বিপদে তাই সবাইকে উচিত গাছ না কেটে গাছ লাগানো। গাছ থেকে আমরা যেরকম নানা রকম উপকার পেয়ে থাকি ঠিক কাজও পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গাছের পাঁচটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা।

গাছের ৫ টি প্রয়োজনীয়তা

গাছ থেকে আমরা নানা রকমভাবে উপকারিতা হচ্ছে তার ভেতরে কিছু উল্লেখযোগ্য উপকার হলো
(অক্সিজেন) আজ থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি যেটা ছাড়া মানুষ বেঁচে থাকতে পারবে না

(তাপমাত্রা নিয়ন্ত্রণ) গাছের জন্য পৃথিবীতে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে গাছ না থাকলে হয়তো তাপমাত্রা
আরও বৃদ্ধি পেতো যেমন এখন দিনের পরের দিন গাছপালা কেটে ফেলা হচ্ছে তার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

(কাঁঠ) গাছ থেকে আমরা কাঁঠ পেয়ে থাকি যাদের আমাদের বাসা বাড়ির দরজা কপাট খাট ইত্যাদি পেয়ে থাকি।

(ফলমূল) গাছ থেকে আমরা বিভিন্ন রকম ফলমূল পেয়ে থাকি যা আমাদের দেহে শক্তি যোগায়।
গাছ আমাদের ছায়া দেয়

ঔষধি গাছের উপকারিতা

সেই আদিম যুগ থেকে পৃথিবীতে গাছপালা দিয়েই ওষুধ তৈরি প্রত্যেকটি ওষুধি গাছ দিয়ে তৈরি ওষুধে গাছ ছাড়া ওষুধ বানানো সম্ভব নয় সেজন্য গাছের গুরুত্ব অপরিসীম গাছ থেকে আমরা অনেক ধরনের ওষুধ পেয়ে থাকে তার মধ্যে কিছু কিছু গাছের নাম জেনে রাখা ভালো
(বনধনে)
বনধনে এই গাছটি পেটের ব্যথা ও ডায়রিয়াজ জনিত ওষুধের কার্যক্রম করে। আবার কোন কোন জায়গায় ও চুলকানি ঘা-পাঁচড়ার ক্ষেত্রে পাতা করে মিশ্রণ করে ক্ষতস্থানে লাগিয়ে দিলে ভালো হয়েচড়ার। আবার ডায়রিয়া হলে কাঁচা হলুদের সঙ্গে পাতা বেটে মিশ্রণ করে খাওয়া হয়।
(নিম)
নিম গাছের প্রত্যেকটি অংশই মানুষের জন্য খুবই উপকারী নিমের প্রত্যেকটি অংশকে ওষুধ বলা যায়। অনেক ডায়াবেটিসের রোগীদের দেখা যায় মিমের পাতা শুকিয়ে ছোট ছোট বোনের মতো করে সকালে বিকেলে খাই। আবার দেখা যায় অনেক মানুষ চামড়ায় এলার্জির মতো সমস্যা হলে গরম পানি সঙ্গে

নিমপাতা মিশিয়ে গোসল করে আবার কিছু কিছু মানুষ পোকামাকড়ের ক্ষতস্থানে নিম পাতার রস করে লাগিয়ে থাকেন। আবার কারো কারো দাঁতে ব্যথা হলে নিমের দাঁতন বানিয়ে ব্রাশ করে এতে করে দাঁতের ব্যথা নির্মূল হয়। এছাড়াও নিম গাছের আরো অনেক গুণাবলী রয়ে।
(তুলসী)
তুলসী পাতা এটা প্রত্যেকটি বাঙালির কাছেই সুপরিচিত একটি নাম। গ্রামের প্রায় বাসাতেই এই তুলসী গাছ দেখা যায়। কারো সর্দি কাশি জ্বর হলে এই তুলসী গাছের পাতা খাওয়ানো হয় কেউ কেউ চায়ের সঙ্গে ভিজিয়ে খায়। অনেকেই বলে তুলসী পাতা ভেজে গিয়ে সঙ্গে মিশিয়ে খেলে নাকি মস্তিষ্কের ক্ষমতাও বৃদ্ধি পাই।
(তকমা)
তুলসী পাতার মতোই তকমা এটাও বাঙালিদের কাছে একটা খুবই সুপরিচিত নাম। এই তকমা খেলে শক্তি বৃদ্ধিকারক ও ডায়াবেটিস রোগীদের অনেক উপকারী তকমা হজম শক্তি বৃদ্ধি করে ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে।

বিভিন্ন গাছের উপকারিতা

আম গাছের উপকারিতা। আম গাছ সাধারণত একটি ফলের গাছ আমি রয়েছে অনেক পরিমাণ পুষ্টি যা আমাদের ত্বকের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে আম একটি খুবই সুস্বাদু ফল যা আমরা গাছ থেকে পেয়ে থাকি।

বিভিন্ন ওষুধে গাছ। বিভিন্ন গাছ থেকে আমরা নানা রকমের ওষুধ পেয়ে থাকি যা আমাদের যেকোনো অসুখ সারানোর জন্য ব্যবহার করা হয় প্রত্যেকটি ওষুধ ও মেডিসিন গাছ থেকে তৈরি হয় যেমন লজ্জাবত, ভীতমধু, জবা, কামিনী ,তকমা, আরো অনেক অসংখ্য ওষুধে গাছ রয়েছে।

লেবু হল একটি জনপ্রিয় ও সবার পরিচিত ফল। সাধারণত লেবু আমরা ভারতের সঙ্গে চেয়ে থাকি। লেবুর পুষ্টি গুনাবলি অনেক বেশি লেবুর রস ক্ষতস্থান সারিয়ে তুলতে সাহায্য করে যার ফলে লেবু খেলে ক্ষতস্থান তাড়াতাড়ি সেরে ওঠে। এছাড়াও লেবুর আরো অনেক গুণাবলী রয়েছে।আরো অনেক ধরনের গাছপালা রয়েছে যা বলে শেষ করা প্রায় অসম্ভব।

বাড়ির ভিতরে গাছ লাগানো ভালো

বাড়ির ভেতরে গাছ লাগানো ভালো তার কারণ হচ্ছে আমরা ফল মূল্যের গাছ থেকে ফলমূল পেয়ে থাকি। এবং বিভিন্ন কাজ থেকে বিভিন্ন রকম উপকার পেয়ে থাকি যেমন নিম গাছ থেকে আমরা অনেক ধরনের উপকার পেয়ে থাকি যেমন নিম গাছের পাতা ভেজে বড়ি করে খাওয়া হয় গা হাতে চুলকানি হলে

নিমপাতা আর গরম পানি মিশিয়ে গোসল করলে চুলকানি ও এলার্জি নামক রোগ দূর হয় এবং বাড়ির আশেপাশ বড় বড় গাছ থাকলে বিভিন্ন সময় ঝড়ঝাপটা হলে আমাদের বাড়িঘরকে ঝড় বৃষ্টির কবল থেকে রক্ষা করে বড় বড় গাছ থাকার ফলে বাড়িতে ঝড় বাঁধে না যেখানে গাছ এর সংখ্যা যত বেশি

সেখানে ঝড় ও ঘড়ার সংখ্যা তত কম তাই আমাদের বাসার আশেপাশে গাছ লাগানো অত্যন্ত জরুরি আর যত গাছ থাকবে বায়ু দূষণও কম হবে অক্সিজেন এর পরিমাণ বাড়বে রোগ জীবাণু কম ছড়াবে ইত্যাদি তাই আমাদের সবারই উচিত বাড়ির আশেপাশে গাছ লাগানো

লেখক এর মতামত

আমরা সবাই জানি গাছপালা শুধু প্রকৃতির সৌন্দর্য নয় বরং আমাদেরও অনেক কাজে লাগে তাই আমাদের সকলেরই উচিত যেন গাছপালা সহজে না কাটা পড়ে আর বেশি বেশি করে গাছপালা লাগানো যায় ফলে আমাদের চারিপাশেও যেমন সবুজ হয়ে উঠবে তেমনি আমরা অনেক ভাবে উপকৃত হব বলা

যায় গাছ আমাদের পরম বন্ধু।এই পোস্টটি পড়ে আপনি যদি উপকৃত হন তাহলে আপনার পরিচিত দের কাছে শেয়ার করুন এবং আপনার মূল্যবান কমেন্টটি করে আমাদেরকে জানিয়ে যান যে আপনার কেমন লাগলো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url