মহানবী (সাঃ) মৃত্যুর সময়ের একটি ঘটনা

 মহানবী (সাঃ) মৃত্যুর  সময়ের একটি ঘটনা


মহানবী (সাঃ) মৃত্যুর সময়ের একটি ঘটনা

নবীজির মৃত্যুর সময় জিবরাইল (আ:) সালাম আসলেন এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন হে আল্লাহর রাসূল আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে আপনি কেমন আছেন। আল্লাহ সব জানেন তার পরেও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন ।

নবীজি (সা:) বললেন আমি বড়ই কষ্টের ভিতর আছি, অসুস্থ অবস্থায় আছি। তখন জিবরাইল (আ:) বললেন ইয়া রাসূলল্লাহ (সা:)আমার সাথে আজ একজন নতুন ফেরেস্তা এসেছে, যে ফেরেশতা কোন মানুষের কাছে আসার জন্য কোনদিন অনুমতি নেয়নি আর কোনদিন নিবেও না, শুধু আপনার অনুমতি

 চায় আপনার কাছে আসার জন্য। আর সে ফেরেশতার নাম মালাকুল মউত, মালাকুল মউত রাসূলের (সা:)অনুমতি নিয়ে, রাসূল (সাঃ) এর জান মোবারকের,কাছে এসে সালাম দিলেন। বললেন ইয়া রাসূলাল্লাহ (সা:) আমি আদম (আ:) থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি আর

 কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব কারো কাছে অনুমতি চাইনি আর চাওয়ার প্রয়োজন হবে না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ বললেন আমি যেন আপনার অনুমতি চাই নবীজি বললেন মালাকুল মউত আমি যদি অনুমতি না দেই ?মালাকুল মউত বললেন ইয়া রাসুলল্লাহ, আল্লাহ বলেছেন যদি অনুমতি না পাও ফিরে এসো।

তাহলে এই গল্পটা পড়ে বোঝা যাচ্ছে আল্লাহর কাছে রাসুল (সা:) এর কতটা মর্যাদা ছিলেন।এই পোস্টটি পড়ে আপনি যদি উপকৃত হন তাহলে আপনার পরিচিত দের কাছে শেয়ার করুন এবং আপনার মূল্যবান কমেন্টটি করে আমাদেরকে জানিয়ে যান যে আপনার কেমন লাগলো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url