বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার দোয়া

মুসলিম ভাই ও বোন আমরা আজকে একটি বিশেষ প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করব । আমরা সবাই কম বেশি অসুস্থ হয়। বা কেউ কেউ অনেক বেশি অসুস্থ হয় । এই অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য মহান আল্লাহ তাআলার বিশেষ কিছু সূরা ও দোয়া রয়েছে । যা আমাদের সুস্থতা দান করে ও বিভিন্ন বালা 
বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার দোয়া
মসিবত থেকে দূরে রাখে । আজকের বিষয়টি হলো রোগ মুক্তির দোয়া ও বিভিন্ন বালা মসিবত থেকে দূরে থাকতে। আল্লাহতালা যে বিশেষ দোয়া গুলি নাযিল করেছেন তার মধ্যে কিছু কিছু তুলে ধরার চেষ্টা করব।

বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার দোয়া

সুস্থ থাকা বা অসুস্থ দুটোই আল্লাহর বড় নেয়ামত। মহান আল্লাহতালা কাউকে সুস্থতা দিয়ে পরীক্ষা করেন কাউকে অসুস্থ করে পরীক্ষা করেন । আমাদের উচিত সবাই আমরা সুস্থ থাকতে আল্লাহতালা এবাদত বন্দেগী করা । কিন্তু আমরা সবাই ব্যস্ত থাকি দুনিয়ার মোহে । তবে আমাদের শুকরিয়া আদায় করা উচিত যে আমাদের সুস্থতা দান করেছেন আল্লাহ তায়ালা । অসুস্থ হয়ে গেলেও আল্লাহ তায়ালা এমন 

এমন উপায় দিয়েছেন যা আপনাকে সুস্থ করে তুলবে। তাহলে চলেন আল্লাহর বিশেষ দোয়া যা আমাদের রোগ মুক্তি থেকে রক্ষা করে ।

( وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ )উচ্চারণ : ওয়া ইজা মারিদতু ফা হুয়া ইয়াশফি-নি। অর্থ : এবং (যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন) ।( يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ )উচ্চারণ : ইয়াখরুঝু মিমবুতু-নিহা- শারা-বুম মুখতালিফুন, আলওয়ানুহু- ফি-হি শিফা-উ লিন্না-সি। অর্থ : 

তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার। ছুরা নাহলের ৬৯ নম্বর আয়াত।( وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ )উচ্চারণ : ওয়া নুনাজ্জিলু মিনাল ক্বুরআ’নি মা হুয়া শিফাউও ওয়া রাহমাতিুল লিলমু’মিনি-ন। অর্থ : আমি কোরআনে এমন বিষয় নাযিল 

করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত।সুরা বনী ইসরাইলের ৮২ নম্বর আয়াত।ওয়া ইয়াশফি ছুদু-রা ক্বাওমিম মু’মিনি-ন। অর্থ : এবং আল্লাহ মু’মিনদের (মুসলমানদের) অন্তরসমূহ শান্ত করে দেন (সুরা তাওবা : ১৪)। এছাড়াও আরো অনেক আল্লাহতালার রহমতের দোয়া রয়েছে। যা পাঠ 

করলে আমাদের অনেক বড় বড় রোগ খুব সহজে দূর করা ও এ থেকে মুক্তি পাওয়া সম্ভব । আমরা সবাই আল্লাহতালার প্রতি অনুগত থাকবো । নেক আমল করব ।

বিপদ ও রোগ মুক্তির দোয়া।

আমরা মানুষ জাতি আল্লাহতালার সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে। আমরা কখনো কখনো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় বা অসুস্থ হয়ে পড়ি । কিংবা বড় ধরনের বিপদগ্রস্ত হয় সেই সময়ের জন্য আল্লাহর রহমতের কিছু দোয়া কালেমা রয়েছে। যা আপনাকে বিপদমুক্ত করবে ও অসুস্থতা দূর করবে । যে ব্যক্তি 

আল্লাহর উপর ভরসা রাখে। আল্লাহর কুরআনকে বিশ্বাস করে দোয়া কালেমা বিশ্বাস করে । তারা প্রতিনিয়তই আল্লাহ তাআলার সেই পঠিত দোয়া গুলি পড়তে থাকে । এই দোয়াগুলি পড়লে আপনাকে বিপদ আপদ থেকে দূরে রাখবে । ও সুস্থতা দান করবে চলুন তবে কিছু আল্লাহ তায়ালার মেহেরবানী দুয়াগুলি পড়ি ।
  • লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতুম মিনাজ জ্বলিমিন।
কোন ব্যক্তি যদি এই দোয়াটি বিপদের সময় পাঠ করে বা দুঃখ কষ্টে পাঠ করে আল্লাহ তায়ালা তাকে সেই সমস্যা থেকে রক্ষা করে ।
  • হাসবুনাল্লাহু ওয়া নেমাল ওয়াকিল নেমাল মাওলা ওয়া নেমান নাছির।
এই দোয়াটিও যদি কোন মুসলমান ভাই ও বোনেরা বিপদে বা অসুস্থতায় পড়ে । তাহলে মহান আল্লাহ তায়ালা সেই বিপদ থেকে মুক্তি দান করে আমিন।
  • লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহ ।
  • আস্তাগফিরুল্লাহ; আস্‌তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুমু ওয়া আতুবু ইলায়হি।
  • আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আউজুবিকা মিনাল আজযি ওয়াল কাসালি, ওয়া আউজুবিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, ওয়া আউজুবিকা মিন দ্বালায়িদ দাইনি ওয়া ক্বাহরির রিজাল।
  • ইয়া- হাইয়ু ইয়া- ক্বাইয়ূ-মু বিরাহমাতিকা আস্তাগিছ।
  • লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জ্বলিমিন।’
যে ব্যক্তি এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করবে। মহান আল্লাহ তায়ালা তাকে অপর বিপদ আপদ থেকে দূরে রাখবে ও অসুস্থতা দূর করবে । এবং নেক হায়াত দান করবে ।

ট্যাগ:রোগ মুক্তির দোয়া
রোগীর রোগ মুক্তির দোয়া
বিপদ ও রোগ মুক্তির দোয়া।
রোগ মুক্তির জিকির
১০ টি রোগ থেকে মুক্তির দোয়া

লেখকের মতামত

সুস্থতা ও অসুস্থতা দুটোই আল্লাহ তাআলার নেয়ামত।কাউকে সুস্থতা দিয়ে পরীক্ষা করে আবার কাউকে অসুস্থ রেখে পরীক্ষা করে । আবার বলা যায় অসুস্থ তাও আল্লাহ তাআলার অশেষ নেয়ামত। কারণ অসুস্থ থাকলে নাকি গুনাহ মাফ হয় । অসুস্থ ব্যক্তির সেবা করাও ভালো কাজ । অসুস্থ হলে আমরা মহান 

আল্লাহতালার কুরআনের বিভিন্ন সূরা ও দোয়া পাঠ করব । শুধু অসুস্থ হলেই যে দোয়া পাঠ করব আল্লাহর কাছে জিকির করব তা নয় । সুস্থ থাকতে আল্লাহতালার কাছে মোনাজাত করতে হবে দোয়া করতে হবে জিকির করতে হবে । আল্লাহতালা চাইলে সব পারেন তাই আমাদের সবাইকে আল্লাহর 

পবিত্র কুরআনের উপর । ও তার নবী রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে । এবং আল্লাহ তালার কাছে সব সময় ভালো কাজের জন্য হাত তুলতে হবে ।এই পোস্টটি পড়ে আপনি যদি উপকৃত হন তাহলে আপনার পরিচিত দের কাছে শেয়ার করুন এবং আপনার মূল্যবান কমেন্টটি করে আমাদেরকে জানিয়ে যান যে আপনার কেমন লাগলো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url